ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওয়ালটন আইটিএফ টেনিস

শীর্ষ বাছাই ক্যাটির বিদায়

প্রকাশিত: ০৬:২৭, ১১ নভেম্বর ২০১৬

শীর্ষ বাছাই ক্যাটির বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবারের খেলায় বালিকা এককের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে আসরের শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের ক্যাটি লাফ্রান্স। এক সপ্তাহের জন্য বিমান ভাড়া করে বাংলাদেশে খেলতে আসা আলোড়ন সৃষ্টিকারী এই সপ্তদশী টেনিসকন্যা নিজের প্রথম ম্যাচে ভারতের মুসকান রঞ্জনকে হারিয়ে শুভসূচনা করেছিল। মজার ব্যাপার- কোয়ার্টারে সে যার কাছে হেরেছে, সেও ভারতীয় এবং নাম মুসকান। তবে এ অন্য মুসকান। মুসকান গুপ্তা। ৬-৩, ৬-৪ গেমে হেরে যায় ক্যাটি। এছাড়া ভারতের কাশইয়াপ তানিশা ৬-৪, ৭-৬ গেমে কোরিয়ার পার্ক জি মিনকে, চীনের জিয়াওউই হু ৬-৩, ২-৬, ৬-৪ গেমে ভারতের হার্শা চ্যালাকে এবং চীনের জিংগি ওয়াং ৬-১, ৬-৩ গেমে জাপানের রুনা ইচি নোজকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। বালক এককে কোয়ার্টর ফাইনালে জিতে শেষ চারে উন্নীত হয় ভারতের মৃত্যুঞ্জয় বাদোলা রিসাব শারদা, ভারতের সাচ্চি শর্মা এবং কোরিয়ার চ্যাং ওক পার্ক। মার্সেল ফুটবলে জিতে শীর্ষে ইয়ংমেন্স স্পোর্টস রিপোর্টার ॥ মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ফুটবলে বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র খেলায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ২-১ গোলে হারিয়েছে টিএ্যান্ডটি ক্লাবকে। বিজয়ী দলের জুয়েল এবং ডালিম এবং বিজিত দলের জামাল ১টি করে গোল করেন। নিজেদের চতুর্থ ম্যাচে এটা ফকিরেরপুলের তৃতীয় জয়। ১০ পয়েন্ট নিয়ে তারা ওঠে শীর্ষ স্থানে। পেছনে ফেললো সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডকে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা টিএ্যান্ডটি ক্লাবের দ্বিতীয় হার। ২ পয়েন্ট নিয়ে তারা আছে আগের সপ্তম স্থানে (আট দলের মধ্যে)।
×