ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুই অধিনায়কের সঙ্গে ‘চ্যাম্পিয়ন-রানার্সআপ’ লড়াইও আজ

প্রকাশিত: ০৬:২৬, ১১ নভেম্বর ২০১৬

দুই অধিনায়কের সঙ্গে ‘চ্যাম্পিয়ন-রানার্সআপ’ লড়াইও আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি২০) আজ দুটি ম্যাচ রয়েছে। দুটি ম্যাচের মধ্যে চারটি দল খেলবে। দুপুর আড়াইটায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস। সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস লড়াই করবে। এর মধ্যে তিনটি দলই এখন পর্যন্ত কোন পয়েন্ট পায়নি। শুধু নিজেদের প্রথম ম্যাচেই ২ পয়েন্ট পেয়ে গেছে ঢাকা। আজ ঢাকার তাই এগিয়ে যাওয়ার লড়াই। সেখানে বাকি তিনটি দলেরই প্রথম জয় পাওয়ার মিশন। এর মধ্যে কুমিল্লা ও বরিশাল যে কোন একদল যে পয়েন্ট পাচ্ছে, তা নিশ্চিত। দুই দলই যে মুখোমুখি। তবে রাজশাহী আজও পয়েন্ট পাবে কিনা, তা নিশ্চিত নয়। ঢাকা হারলেই কেবল পয়েন্ট পেতে পারে রাজশাহী। অবশ্য ম্যাচগুলোকে ছাপিয়ে দুপুরের ম্যাচটার দিকেই সবার দৃষ্টি থাকছে। এ ম্যাচটিতে যে বাংলাদেশ দলের দুই অধিনায়কের মধ্যে লড়াই হবে। নির্ধারিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম। দুই অধিনায়কের লড়াইয়ে এখন কে জয়ী হতে পারে, সেদিকেই নজর থাকবে। এর সঙ্গে আরেকটি বিষয়ও সবাই দেখবে। সেটি কী? কুমিল্লা ও বরিশালের মধ্যকারই গত আসরের শিরোপা নির্ধারণী ম্যাচটি হয়েছিল। সেই ম্যাচে বরিশালকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মাশরাফির কুমিল্লা। রানার্সআপ হয় বরিশাল। দল হিসেবে তাই বরিশালের এবার প্রতিশোধ নেয়ার মিশন। তবে সেবার বরিশালের অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর তাই বরিশালের এবারের অধিনায়ক মুশফিকের সামনে কুমিল্লার কাছে ফাইনালে হারার কোন প্রতিশোধ নেয়ার মিশন নেই। তবে জয়ের মিশন ঠিকই থাকছে। ম্যাচটিতে হারলে যে টানা দুই হার হয়ে যাবে। মুশফিক তাই ম্যাচটি যে করে হোক জিততে চান। প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকার কাছে ৮ উইকেটে হার হলেও এবার কুমিল্লাকে হারিয়ে পয়েন্ট ভা-ারে ২ পয়েন্ট যোগ করতে চান। বৃহস্পতিবার সকালে অনুশীলন শেষে মুশফিক বলেছেন, আশা করছি আমাদের দল জয় ছিনিয়ে নিতে পারবে। এবার বিপিএলে সবগুলো দলই সমান শক্তির এবং সামঞ্জস্যপূর্ণ। আসলে নির্দিষ্ট দিনে যে ভাল খেলবে সেই জিতবে। আর আমদের দুই টিমেরই একটা করে হার আছে। তাই সবাই চেষ্টা করবে যেন এবার ভাল হয়। এ ম্যাচে সবাই জয়ই চাইবে। বরিশালের মতো কুমিল্লাও চায় এবার বিপিএলে আজকের ম্যাচ থেকেই পয়েন্ট পাওয়া শুরু করতে। প্রথম ম্যাচে চিটাগাংয়ের কাছে ২৯ রানে হেরেছে কুমিল্লা। এবার বরিশালকে হারাতে চায়। দলের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শরীফ যেমন বললেন, আমার মনে হয় না আমরা ব্যাকফুটে আছি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিন্তু গতবার প্রথম ম্যাচ হারার পরও চ্যাম্পিয়ন হয়েছে। আবারও তো ওইভাবেই চ্যাম্পিয়ন হতে পারি। ম্যাচটা যেন জিতে আবার একটা ভাল অবস্থানে আসতে পারি, সেই চেষ্টাই করব। কুমিল্লা ও বরিশাল পড়েছে ঝামেলাতেই। যে দল জিতবে, তারাতো ২ পয়েন্ট পাবে। কিন্তু হারা দলটি টানা দুই হারের শিকার হবে। সেই রকম কোন অসুবিধার মধ্যে নেই ঢাকা। দলটি যে কি শক্তিশালী, তা প্রথম ম্যাচেই বোঝা গেছে। শ্রীলঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনেকে খেলানোর জায়গা করে দিতে পারেনি। সেই দলটি প্রথম ম্যাচে বরিশালকে সহজেই হারানোর পর আজ রাজশাহীকেও উড়িয়ে দিতে চায়। ঢাকার সহঅধিনায়ক নাসির মনে করছেন অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। নিজেদের খেলাটা খেলতে হবে। তাতেই জয় ধরা দেবে। এ অলরাউন্ডার আজকের ম্যাচটি নিয়ে বলেছেন, আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী না, আমরা আত্মবিশ্বাসী। টি২০ ক্রিকেটে ছোট-বড় দল বলে কিছু নেই। এক-দুইজন খেললেই অনেক সময় দেখা যায় ম্যাচ বের হয়ে যায়। অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কিছুই নেই। আমরা অলরাউন্ডারদের একটা দল। আমরা যদি আমাদের খেলাটা খেলতে পারি তাহলে আমরা অবশ্যই ওদের (রাজশাহীর) সাথে জিতব। আমরা শেষ ম্যাচ জিতেছি সেদিক থেকে আত্মবিশ্বাসী থাকব। ওরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমরা তারচেয়েও বেশি মরিয়া হয়ে খেলব।’ নাসির যে করেই হোক জয় তুলে নেয়ার ইঙ্গিতই দিলেন। সবাই চায় জিততে। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের কাছে জেতা ম্যাচ ৩ রানে হারা রাজশাহী কি পারবে এবার ঢাকাকে রুখে দিতে? রাজশাহীর অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মন বলেছেন সম্ভব, পেশাদার ক্রিকেটারদের কাজ হচ্ছে খেলা। জয়-পরাজয় (পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে) খুব একটা প্রভাব ফেলে না। তারপরও খারাপ লাগে। এমন ম্যাচ হারের পর ইমোশন কাজ করে। খারাপ লাগে। আমিও তো মানুষ, আমারও খারাপ লেগেছে। এখান থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ফেরার চেষ্টা করব। টি২০তে ছোট-বড় দল বলে কিছু নেই। নিজেদের দিনে যে ভাল খেলবে, সেই জিতবে। আগের ম্যাচে আমরা সব ভাল করেছি, শুধু শেষ ওভারটা (৬ বলে ৭ রান দরকার ছিল) খারাপ করেছি। ম্যাচ হেরেছি। এটাই টি২০। সাব্বিরের কথাতেই বোঝা যাচ্ছে, রাজশাহী যে শেষ ওভারে গিয়ে খুলনার সঙ্গে হেরেছে; হতাশা ঘিরে ধরেছে। সেই হতাশাই না আবার আজ ঢাকার বিপক্ষেও রাজশাহীকে ডুবিয়ে দেয়। এ ম্যাচটি হবে রাতে। এর আগে যে দিনের প্রথম ম্যাচটিতে কুমিল্লা-বরিশাল মুখোমুখি হবে, সেই ম্যাচেই সবার চোখ থাকছে। ম্যাচটিতে যে দুই অধিনায়ক মাশরাফি ও মুশফিকের মধ্যে লড়াই হবে। সেই সঙ্গে গত আসরের চ্যাম্পিয়ন-রানার্সআপের মধ্যেও লড়াই দেখা যাবে।
×