ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি দল নাসিরনগরে

প্রকাশিত: ০৬:১৯, ১১ নভেম্বর ২০১৬

মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি দল নাসিরনগরে

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে ৯ সদ্যসের প্রতিনিধি দল নাসিরনগরে মন্দির, হিন্দুদের বাড়িঘর ভাংচুরের ঘটনাস্থল পরির্দশন করেছে। বৃহস্পতিবার দুপুরে তারা নাসিরনগর পৌঁছে বিভিন্ন বাড়ি ও মন্দির পরিদর্শন শেষে স্থানীয় গৌর মন্দির প্রাঙ্গণে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সোহরাব মোল্লার সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সালাউদ্দিন, যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদুজ্জামান (আরজু), সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ উসমান গণি, সম্পাদকম-লীর সদস্য এমএ রাজ্জাক, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দোহা চৌধুরী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক ও ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমত কাদির গামা। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি কুচক্রি মহল এ ঘটনা ঘটিয়েছে। তারা যে দলেরই হোক, তাদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অপরাধীরা কোন অবস্থাতেই পার পাবে না। স্মার্ট সিটি হ্যাকাথন শুরু আজ প্রথমবারের মতো আয়োজিত স্মার্ট সিটি হ্যাকাথন আজ গ্রামীণফোনের কর্পোরেট হেড অফিস জিপি হাউজে শুরু হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এই অনুষ্ঠান উদ্বোধন করবেন। প্রেনুয়ার ল্যাব এবং গ্রামীণফোনের ইনোভেশন সেন্টার হোয়াইট-বোর্ড আয়োজিত এই হ্যাকাথনের মাধ্যমে ঢাকা শহরের অনেক বাস্তব সমস্যার ডিজিটাল সমাধান তৈরির চেষ্টা করা হবে। ঢাকা রাজধানী বিশ্বের অন্যতম মেগাসিটি হলেও বাসযোগ্য শহরের তালিকায় নিচের দিকে এর অবস্থান। ৩৬ ঘণ্টার এই হ্যাকাথনে ৩০টি দল অংশ নেবে। স্মার্ট সিটি হ্যাকাথনে বিজয়ী দল হোয়াইট-বোর্ডের সঙ্গে জিপির ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে কাজ করবে। হোয়াইট বোর্ড বিজয়ী প্রোটোটাইপের জন্য প্রাসঙ্গিক সব ধরনের জ্ঞান ও সম্পদগত সহায়তা দিবে এবং বিজয়ী ধারণা বাণিজ্যিকভাবে উপস্থাপনের জন্য হোয়াইট-বোর্ড একটি বিশেষ ডেমো ডে’র আয়োজন করবে। বিজয়ী দলকে প্রিনিউর ল্যাব ৬ মাসব্যাপী মেন্টরশিপ সহায়তা দিবে। এছাড়াও আইইইই বিডিএস এবং আইপিআরনও বিজয়ী দলকে ৬ মাসের মেন্টরশিপ সহায়তা দিবে। পাশাপাশি বিজয়ী দলকে ইনকিউবেশন সহায়তা দিবে ডিনেট (জাংশন)। এছাড়াও বাংলাদেশী টাকায় ২৫ লাখ টাকা করে অনুদান পাওয়ার সম্ভাবনা থাকছে স্পাইডার ডিজিটাল (দুবাই) এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে। -বিজ্ঞপ্তি
×