ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

প্রকাশিত: ০৬:১৯, ১১ নভেম্বর ২০১৬

জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ১০২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি বাশারস্থ কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোঃ নাইম হাসান প্রধান অতিথি ছিলেন। তিনি প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনের থার্ড সেক্রেটারি, শ্রীলঙ্কান হাইকমিশনের ফিনান্স এ্যাটাসে, ভারতীয় হাইকমিশনের এসিস্ট্যান্ট ডিফেন্স এ্যাডভাইজার এবং বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খবর বাসসর। ডিএনসিসিতে আরও ১২ আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের আশ্বাস আগামী তিন মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন স্থানে আরও ১২ টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের আশ্বাস দিলেন মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে ইসলামিয়া চক্ষু হাসপাতাল সংলগ্ন পার্কে দৃষ্টিনন্দন মুরালসহ একটি আধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এ আশ্বাস দেন। ডিএনসিসির তত্ত্বাবধানে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় এবং এইচ এ্যান্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে মহাখালীর ওয়াসা পাম্প সংলগ্নস্থানে একটি এবং শ্যামলী শিশু পার্কের ভেতরে আরও একটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত টয়লেট একইসঙ্গে চালু হলো। এ নিয়ে ডিএনসিসির উদ্যোগে এযাবত ৯ টি আধুনিক পাবলিক টয়লেট জনসাধারণের ব্যবহারের জন্য চালু করা হলো। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে নির্মিত এসব পাবলিক টয়লেটে রয়েছে নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কক্ষ, লকার, হাত ধোয়ার জায়গা এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। পাশাপাশি ২৪ ঘণ্টা বিদ্যুত সরবরাহ এবং সিসি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্ন কর্মী এবং মহিলা কেয়ারটেকারও নিয়োজিত থাকবে। নগর স্বাস্থ্য রক্ষায় যথাযথভাবে পাবলিক টয়লেট ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা এবং ওয়াটার এইড বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির ধারাবাহিকতায় টয়লেটগুলো নির্মাণ করা হচ্ছে। ডিএনসিসির উদ্যোগে এবং এইচ এ্যান্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে সানরাইজ প্রকল্পের আওতায় রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট সংস্কার করেছে ওয়াটার এইড বাংলাদেশ। -বিজ্ঞপ্তি
×