ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যারা থাকতে পারেন ট্রাম্পের মন্ত্রিসভায়

প্রকাশিত: ০৬:১৭, ১১ নভেম্বর ২০১৬

যারা থাকতে পারেন ট্রাম্পের মন্ত্রিসভায়

ডোনাল্ড ট্রাম্পের প্রচার দলের কয়েকজন উপদেষ্টা বুধবার জানিয়েছেন, নতুন কেবিনেট ও হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য পছন্দের প্রার্থী বাছাই শুরু করেছেন ট্রাম্প। এর মধ্যে আলাবামার সিনেটর জেফ সেশনস, ট্রাম্পের ন্যাশনাল ফাইন্যান্স চেয়ারম্যান স্টিভেন নুচিন, নিউইয়র্কের সাবেক মেয়র রুডলফ ডব্লিউ জুলিয়ানি, নিউজার্সির গবর্নর ক্রিস ক্রিস্টি ও সাবেক স্পীকার নিউ গিংরিচ রয়েছেন। সিনেটর সেশনসকে প্রতিরক্ষামন্ত্রী পদে, ট্রাম্পের প্রচার শিবিরের ম্যানেজার ক্যালিয়ানে কনওয়েকে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভের সাবেক স্পীকার নিউট গিংরিচকে চীফ অব স্টাফ পদে দেখা যেতে পারে। একই পদে দেখা যেতে পারে ক্রিস ক্রিস্টি, রুডি জুলিয়ানি কিংবা রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) চেয়ারম্যান রিয়েন্স প্রাইবাসকেও। অবসরপ্রাপ্ত নিউরো সার্জন বেন কার্সনকে শিক্ষামন্ত্রী বা স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী পদে, আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো জন বল্টন কিংবা কাউন্সিল অব ফরেন রিলেশনের প্রেসিডেন্ট রিচার্ড হাসকেও দেখা যেতে পারে পররাষ্ট্রমন্ত্রী পদে। গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রী পদে ট্রাম্প ব্যবসায়ীদের বসাতে পারেন। এ ক্ষেত্রে তার পছন্দের তালিকায় আছে আইকান এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ ধনী কার্ল আইকান। রুডি জুলিয়ানি হতে পারেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা কিংবা সিআইএ’র পরিচালক। তাকে দেখা যেতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি) হিসেবেও। এ্যাটর্নি জেনারেল পদেও ট্রাম্পের পছন্দে আছেন জুলিয়ানি। এ পদে আসতে পারেন জেফ সেশনস কিংবা ক্রিস ক্রিস্টিও। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক মুখপাত্র রিচার্ড গ্রেনেল হতে পারেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত। আবার হাউস পার্মানেন্ট সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্সের সাবেক চেয়ারম্যান মাইক রজার্সকে দেখা যেতে পারে সিআই পরিচালক হিসেবে। -সিএনএন ও ওয়েবসাইট
×