ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নূর হোসেন দিবস পালিত

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দেয়ার অঙ্গীকার

প্রকাশিত: ০৬:০৫, ১১ নভেম্বর ২০১৬

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দেয়ার অঙ্গীকার

বিশেষ প্রতিনিধি ॥ স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তার আদর্শ ধারণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ঐক্যবদ্ধভাবে রুখে দিয়ে গণতন্ত্র সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে বৃহস্পতিবার শহীদ নূর হোসেন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শহীদ নূর হোসেন স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, অন্য দেশের ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে যারা দেশে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন কখনই পূরণ হবে না। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন বিদেশীদের ওপর নির্ভরশীল। দেশের জনগণের কাছে বেগম জিয়া ও বিএনপির কোন গ্রহণযোগ্যতা নেই। তাই বিদেশের ক্ষমতায় পালা বদলকে কেন্দ্র করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে বিএনপি। এদেশের মানুষের শক্তিকে তারা বিশ্বাস করে না। যারা বিদেশের ক্ষমতার পালা বদলের দিকে তাকিয়ে থাকে, এদেশের মানুষ অতীতের মতো আগামী নির্বাচনেও তাদের ব্যর্থ করে দেবে। তাদের আর ক্ষমতায় বসাবে না। খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুগে যুগে নূর হোসেনরা রক্ত দিয়েছেন। আর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ারা বারবার গণতন্ত্রকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। এই গণতন্ত্রকে নষ্ট করতে খালেদা জিয়া মানুষ পুড়িয়ে হত্যা করেছেন।’ তিনি বলেন, ক্ষমতার লোভে বিএনপি দিশেহারা হয়ে পড়েছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য গায়ে পেট্রোল ঢেলে মানুষ মারতেও দ্বিধা করে না। তারা বুঝতে পেরেছে, জনগণ অনেক আগেই তাদের প্রত্যাহার করেছে। যার কারণে নানা ষড়যন্ত্রে মেতে উঠছে। তাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, নূর হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক তছলিম আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা অরুণ সরকার রানা প্রমুখ। এদিকে যথাযোগ্য মর্যাদায় শহীদ নূর হোসেন দিবস পালনের অংশ হিসেবে সকালে রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নূর হোসেনের স্বজনরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ নূর হোসেন দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর নেতারা নূর হোসেন স্কয়ারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি প্রদ্ধা নিবেদন করেন। এছাড়া ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ছাত্র সংগঠনের মধ্যে ছাত্রলীগ, ছাত্রদল, যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, বিপ্লবী ছাত্রসংহতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ নূর হোসেনের স্বজনরা দেশে যাতে আর কোন স্বৈরাচার সরকার না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। পরে জুরাইনে নূর হোসেনের কবর জিয়ারত এবং দোয়া করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা স্বৈরাচারবিরোধী আন্দোলনে নূর হোসেনের ভূমিকা তুলে ধরেন।
×