ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে গণসংবর্ধনা

দেশবিরোধী শক্তি ক্ষমতায় এলে রাজাকারের দেশে পরিণত করবে ॥ নাসিম

প্রকাশিত: ০৬:০৫, ১১ নভেম্বর ২০১৬

দেশবিরোধী শক্তি ক্ষমতায় এলে রাজাকারের দেশে পরিণত করবে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ২০১৯ সালের জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, যে কোন মূল্যেই হোক শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশবিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। ওরা ক্ষমতায় এলে আবারও বাংলাদেশকে রাজাকারের দেশে পরিণত করবে। তিনি বলেন, ২০১৯ সালের নির্বাচন আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ। বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, খেলা হবে নির্বাচনী মাঠে। জ্বালাও-পোড়াও করে কোন লাভ হবে না। তিনি বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী মাঠে এবং কাজীপুর উপজেলা আওয়ামী লীগ অফিস মাঠে আয়োজিত পৃথক গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দলের জাতীয় সম্মেলনে দ্বিতীয়বারের মতো প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ নাসিম বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকায় আসছেন জেনে দলের নেতাকর্মীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। জাতির পিতা বঙ্গবন্ধু, দলীয় সভানেত্রী শেখ হাসিনাসহ নাসিমের নামে মুহুর্মুহু স্লোগানের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীরা তাকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে ফুল দিয়ে স্বাগত জানান। মোহাম্মদ নাসিম ঢাকা থেকে সড়কপথে দুপুর ১২টায় পৌঁছান বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারের গোলচত্বর মুলিবাড়ী রেলক্রসিং মোড়ে। সেখানেই তিনি প্রথমেই তার পিতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি যান সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা মঞ্চে। সেখানে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপির নেতৃত্বে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও গণসংবর্ধনা দেন। রং-বেরঙের বেলুন উড়িয়ে ব্যানার, ফেস্টুনে সাজিয়ে বিশাল মঞ্চ নির্মাণ করে দেয়া এ গণসংবর্ধনার পর প্রেসিডিয়াম সদস্য নাসিমকে দলীয় নেতাকর্মীরা পাঁচ শ’রও বেশি মোটরসাইকেলসহ গাড়িবহর নিয়ে যায় তার নির্বাচনী এলাকা কাজীপুরে। সিরাজগঞ্জ থেকে কাজীপুরে যাওয়ার পথে ৩০ কিলোমিটার সড়কে প্রায় ৫০টি তোরণ নির্মাণ করা হয়েছিল। পথে শালুয়াভিটা, শাহানগাছা, ছোনগাছা, পিপুলবাড়িয়া, ভেওয়ামারা ও সীমান্ত বাজারসহ বিভিন্ন স্থানে রাস্তায় দাঁড়িয়ে শিশু-কিশোর, নারী-পুরুষ মোহাম্মদ নাসিমকে অভিনন্দন জানায়। বিকেল চারটায় নাসিমের গাড়িবহর পৌঁছে কাজীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের মাঠে। কাজীপুর ও সিরাজগঞ্জে পৃথক গণসংবর্ধনায় সিক্ত হন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর সন্তান ও রাজনৈতিক উত্তরসূরি জাতীয় নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। কাজীপুরে বিপুল সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে পড়েন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় দ্বিতীয়বারের মতো প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধনার জবাবে নাসিম বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে বিএনপি প্রতিনিধি পাঠিয়েছিল। বিএনপির সমর্থন করার কারণেই ওই প্রার্থী হেরে গেছেন। আমেরিকায় যে সরকারই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সিরাজগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, আব্দুল মজিদ ম-ল এমপি, তানভীর ইমাম এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, সিরাজুল ইসলাম খান, এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান প্রমুখ। কাজীপুরে শওকত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক এমপি তানভীর শাকিল জয়, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিণের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) হেলাল মোর্শেদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ। এর আগে তিনি আড়াই কোটি টাকা ব্যয়ে কাজীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।
×