ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে জামায়াত নেতার নেতৃত্বে সংখ্যালঘুদের ওপর হামলা

প্রকাশিত: ০৬:০৪, ১১ নভেম্বর ২০১৬

বাঁশখালীতে জামায়াত নেতার নেতৃত্বে সংখ্যালঘুদের ওপর হামলা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১০ নবেম্বর ॥ এবার চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ইউপির নাটমুড়া পূর্ব হিন্দু পাড়ায় জামায়াত নেতার নেতৃত্বে সংখ্যালঘু পরিবারে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহিলাসহ আহত হয়েছে অন্তত ৫ জন। জামায়াত নেতা খালেদ আমিনের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটিয়েছে একদল সন্ত্রাসী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার সংখ্যালঘু পরিবারে হামলার ঘটনার খবর এলাকায় ছডিয়ে পড়লে স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন তাৎক্ষণিক তার গ্রাম পুলিশ সদস্য ও এলাকাবাসীকে নিয়ে প্রতিহত করেছেন বলে হামলার শিকার পরিবারের সদস্যরা জানান। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি ও ঐক্য পরিষদ নেতা মৃণাল চৌধুরী সংখ্যালঘুর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।সংখ্যালঘুর উপর হামলার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে বাঁশখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় আহতরা হলেন, দীপ্তি রাণী দে (৪৫), পুষ্প রাণী দে (৪২), সুবল কান্তি দে (৩২)। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তুরি বলেন, সংখ্যালঘুর উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
×