ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শূন্য রানে ৩ উইকেট টি২০ ইতিহাসে দ্বিতীয় সেরা

সানির বিরল কৃতিত্ব

প্রকাশিত: ০৫:৫৫, ১১ নভেম্বর ২০১৬

সানির বিরল কৃতিত্ব

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাকশন শুধরাতে হয়েছে। সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগেই অস্ট্রেলিয়ায় পরিশোধিত বোলিং এ্যাকশনের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। তবে পরিবর্তিত বোলিং নিয়ে কেমন নৈপুণ্য দেখান সেজন্য আর দলে বিবেচনা করা হয়নি। তাই ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল) ও প্রথম শ্রেণীর জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) খেলেছেন। বাঁহাতি স্পিনার আরাফাত সানি তেমন সুবিধা করতে পারেননি। তবে নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত দিলেন বৃহস্পতিবার চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) খুলনা টাইটান্স-রংপুর রাইডার্স ম্যাচে। মাত্র ২.৪ ওভার বোলিং করে কোন রান না দিয়েই তিনি নিয়েছেন তিন উইকেট। বিপিএলের ইতিহাসে এর আগে শূন্য রানে কেউ এমন নৈপুণ্য দেখাতে পারেননি। আর বিশ্বের যে কোন টি২০ ক্রিকেটের ইতিহাসে ইকোনমি রেটে এটি দ্বিতীয় সেরা বোলিং। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার দিনুকা হেটিয়ারাচ্চি ঘরোয়া টি২০ টুর্নামেন্টে ২০০৭ সালের ১ মার্চ কলম্বোয় মাত্র ৫ বলে ০ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। বোলিং এ্যাকশন শুধরে আসার পর লিস্ট ‘এ’ আসর প্রিমিয়ার লীগের ৪ ম্যাচ খেলেছেন আরাফাত। মাত্র দুই উইকেট শিকার করতে পেরেছিলেন। এরপর এনসিএলের লঙ্গার ভার্সনে ৩ ম্যাচ খেলেছেন ঢাকা মেট্রোপলিসের বিরুদ্ধে। মাত্র দুই ইনিংস বোলিং করতে পেরেছেন। দখল করেছেন ৪ ও ৩ উইকেট। তবে বিপিএল তার জন্য সুযোগ করে দিয়েছে নিজের সামর্থ্য প্রমাণের। সেটার প্রমাণ তিনি দিলেন এবার বিপিএলে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই। বল হাতে নেয়ার পর তার বোলিংয়ের সামনে বিমূঢ় হয়ে পড়েন খুলনা টাইটান্সের বোলাররা। ইনিংসের তৃতীয় ওভারে এসে মেডেন দেন। ফিরতি স্পেলে ইনিংসের অষ্টম এবং নিজের দ্বিতীয় ওভারেই শিকার করেন আরিফুল হক ও জুনাইদ খানকে। এটিও ছিল মেডেন। পরের ওভারে এসে আবার আঘাত হানেন, এবার ফিরিয়ে দেন পাকিস্তানী মোহাম্মদ আসগরকে। সবমিলিয়ে ১৬ বল করে কোন রান না দিয়ে ৩ উইকেট শিকার করলেন তিনি। মাত্র ৫ বল করে হেটিয়ারাচ্চি ৩ উইকেট নিয়েছিলেন কোন রান না দিয়ে ২০০৭ সালে। যে কোন পর্যায়ের টি২০ ক্রিকেটে আর কোন বোলার ০ রান দিয়ে ৩ উইকেট নিতে পারেননি। আরাফাতের এটি হেটিয়ারাচ্চির পরে সবেমাত্র দ্বিতীয় ঘটনা। তবে ০ রানে উইকেট দুটি কিংবা একটি উইকেট নেয়ার ঘটনা টি২০ ক্রিকেটে আছে বেশ কয়েকটি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা ঘটেছে মাত্র একবার। শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলাসেকারার। তিনি ২০১৪ টি২০ বিশ্বকাপে হল্যান্ডের বিরুদ্ধে ২৪ মার্চ চট্টগ্রামে ২ ওভার (১৪ বল) করে শূন্য রানে নিয়েছিলেন ১ উইকেট। দারুণভাবেই নিজের প্রত্যাবর্তন ঘোষণা করলেন আরাফাত সানি। তার এমন বিধ্বংসী বোলিংয়ের দিন পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদিও ১২ রানে ৪ উইকেট শিকার করেন। ফলে খুলনা বিপিএল ইতিহাসে সর্বনি¤œ দলীয় ইনিংস ৪৪ রানেই গুটিয়ে যায়।
×