ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৫, ১১ নভেম্বর ২০১৬

টুকরো খবর

শহীদ টিটো দিবস পালিত নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১০ নবেম্বর ॥ স্বৈরাচারবিরোধী আন্দোলনে তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতা শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটোর ২৯তম মৃত্যুবার্ষিকী কিশোরগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ের সামনে টিটোর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ টিটো স্মৃতি পাঠাগার, জেলা কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এনামুল হক, শহীদ টিটো স্মৃতি পাঠাগারের সভাপতি হাবিবুর রহমান মুক্তা, সাধারণ সম্পাদক ডাঃ সুশীল কুমার শীল, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, জেলা সিপিবি নেতা নূরুল হুদা দুলাল প্রমুখ। উল্লেখ্য, ১৯৮৭ সালের ১০ নবেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ‘ঢাকা ঘেরাও’ কর্মসূচী বানচাল করতে ঢাকাগামী সকল যানবাহন চলাচল যখন বন্ধ ঘোষণা করা হয় তখন অকুতোভয় টিটো সাইকেলে চড়ে জেলার বাজিতপুর থেকে ঢাকার পথে রওনা দেন। ওইদিন ঢাকার রাজপথ কাঁপিয়ে আর ঘরে ফিরতে পারেনি জেলা ছাত্র ইউনিয়নের তৎকালীন সহ-সভাপতি শহীদ আমিনুল হুদা টিটো। গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১০ নবেম্বর ॥ রাজধানী ঢাকার বংশালের গৃহবধূ জান্নাতুল ফেরদৌস ঊর্মি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু রোডে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালন করে। মানববন্ধনে ঊর্মির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন- নিহত ঊর্মির চাচা জুয়েল আহম্মেদ, নানী আবেদা বেগম, দাদী মাসুদা বেগমসহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। মানববন্ধনে নিহত ঊর্মির পরিবার অভিযোগ করে বলেন, গত পাঁচ বছর আগে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার বাসিন্দা খোকন মিয়ার কন্যা নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজের মেধাবী ছাত্রী জান্নাতুল ফেরদৌস ঊর্মির পারিবারিকভাবে বিয়ে হয় রাজধানী ঢাকার বংশাল থানার সরিতোলা এলাকার বাসিন্দা জুতার ব্যবসায়ী আজগর আলীর সঙ্গে। বিয়ের আগে থেকেই স্বামী আজগর ও তার বড় ভাইয়ের স্ত্রী রোকসানার মধ্যে পরকীয়া ছিল। বিয়ের কিছুদিন পর বিষয়টি ঊর্মি জেনে গিয়ে এ ব্যাপারে বাধা দিলে স্বামী আজগর তাকে মারধরসহ নানাভাবে নির্যাতন করত এবং স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। এ নিয়ে ঊর্মি ও আজগরের দুই পরিবারের মধ্যে কয়েকবার বিচার সালিশ হলেও আজগর ও রোকসানার মধ্যে অবৈধ সম্পর্ক চলতে থাকে। এরই জের ধরে গত ৫ নবেম্বর দুপুরে পরিকল্পিতভাবে ঊর্মিকে জবাই করে হত্যা করে। জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দরের জন্য নতুন করে জমি অধিগ্রহণের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রামপালে মানববন্ধন করেছেন। সকালে খুলনা-মোংলা মহাসড়কে ফয়লাহাট বাসস্ট্যান্ড মোড়ে হোগলডাঙ্গা-গোবিন্দপুর বাস্তভিটা সংগ্রাম কমিটির উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচীতে কয়েকশ’ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তরা বলেন রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের জন্য নতুন করে অধিগ্রহণকরা হোগলডাঙ্গা, গোবিন্দপুর ও দেবীপুর গোধারডাঙ্গাসহ এ এলাকার কয়েকশ’ বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি, মসজিদ, মন্দির, কবরস্থান উচ্ছেদ হবে। বাস্তভিটা হারা হবে শত শত মানুষ। পুনর্বাসনের বিকল্প কোন ব্যবস্থা না থাকায় এ এলাকার সাধারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে রয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আলী আকবর সম্রাট, এ্যাডভোকেট শেখ মহিউদ্দিন, রণজিৎ দেবনথ, ইকবাল হোসেন বিপ্লব, নূর আলম শেখ, এমএ সবুর রানা, মলিক ওলিউল্লাহ, মোদাচ্ছের আলী, মানছুর আলী শেখ, হাওলাদার কামরুজ্জামান মঞ্জু, দেলোয়ার হোসেন, মলিক মোয়াজ্জেম হোসেন, রেজাউল করিম, নাশির উদ্দিন, মাস্টার মমিন উদ্দিন, মলিক সিরাজুল ইসলাম প্রমুখ। কিশোরীগঞ্জে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অগ্নিকা-ে কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের হাজীরহাট গ্রামে তিন ভাইয়ের পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মেহেদী হাসান ঘটনাস্থল পরির্দশন শেষে ক্ষতিগ্রস্তদের অনুদান প্রদান করেন। পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন জানান, ওই গ্রামের মৃত সুলতান আলীর ছেলে বাদশা আলমের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়লে বাদশা আলমের অপর দুই ভাই আনোয়ারুল ইসলাম ও আজহারুল ইসলামের বসতভিটার টিনের ঘর, রান্নাঘরসহ ঘরে থাকা ধান-চাল, আলুর বীজ এবং আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে কিশোরীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে অপর দুই ভাই জহুরুল ইসলাম এবং সানারুল ইসলামের বসতঘর রক্ষা পায়। সড়কে নিরাপত্তা দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ সড়ক দুর্ঘটনায় পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়ের মেধাবী দুই ছাত্র জিসান রহমান ও তানজিল ইসলামের মৃত্যুতে মহাসড়কে অটোভ্যান, অটো ও সিএনজি চালকদের বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চিনিকলের সামনে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তেলীপাড়া তরুণ সমাজ ও সচেতন মহলের আয়োজনে মানববন্ধনে শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে মহাসড়কে অটোভ্যান, অটো ও সিএনজি চলাচল বন্ধের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বৃহস্পতিবার সকালে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে। তেঘরীয়া গ্রামের রুবেল দাসের দুই বছরের শিশুকন্যা স্নিগ্ধা পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখোঁজির এক পর্যায়ে পাশের পুকুরের ভাসতে দেখা যায়। নারী পুলিশের আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, সাভার, ১০ নবেম্বর ॥ ‘আশুলিয়া থানার ড্রাইভার কনস্টেবল জিয়াউর রহমানের জন্য আমি মৃত্যুবরণ করলাম। জিয়া আমার সব কেড়ে নিয়েছে।’ বুধবার দুপুরে আশুলিয়া থানা নারী কনেস্টবল সাবিনা ইয়াসমিন থানার মহিলা পুলিশ ব্যারাকের তার কক্ষে আত্মহত্যার পূর্বে স্টাফ কলেজের একটি প্যাডে এ কথা লিখে যায়। এ ঘটনায় সাবিনার বড় ভাই নজরুল ইসলাম লিটন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা (নং-১৯) দায়ের করেন। এজাহারে লিটন বলেন, সাবিনা তাকে এবং তার পরিবারের সদস্যদের জিয়াউর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে এবং তারা শীঘ্রই বিয়ে করবে বলে জানিয়েছিল। এছাড়া কয়েকদিন পূর্বে জিয়া সম্পর্কে জানতে চাইলে সে আরও জানিয়েছিল, কনেস্টবল জিয়া ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন বাকাইল গ্রামের এনামুল হকে ছেলে। জিয়া বিবাহিত। তার স্ত্রী ও সন্তান রয়েছে। সে সাবিনাকে বিয়ের আশ্বাস দিয়েও বিয়ে না করায় মিথ্যা বলে সাবিনার সঙ্গে প্রতারণা করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সাড়ে তিন মাস পর ডিমলায় ছাত্রী উদ্ধার স্টাফ বিপোর্টার, নীলফামারী ॥ অপহরণের তিন মাস দশদিন পর এক স্কুলছাত্রী উদ্ধার হয়েছে। বুধবার রাতে ডিমলা ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা পুলিশের অভিযানে ওই ছাত্রীকে উদ্ধার করা হয় বিলুপ্ত ছিটমহল রামগঞ্জ বিলাসী হতে। এ সময় অপহরণের প্রধান আসামি মোস্তাকিন ইসলাম পালিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা নীলফামারী সদর আধুনিক হাসপাতালে সম্পন্ন করা হয়। মামলার বরাত দিয়ে ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, অপহরণের শিকার ছাত্রীটি পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের সহিদুল ইসলামের মেয়ে। মেয়েটি কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। চলতি বছরের পহেলা আগস্ট স্কুল হতে বাড়ি ফেরার পথে সে অপহরণ হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে একই গ্রামের আফজাল হোসেনের ছেলে মোস্তাকিন ইসলামসহ সাতজনকে আসামি করে ডিমলা থানায় মামলা দায়ের করেন। কিন্তু অপহরণকারীদের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় মোবাইল ট্র্যাকিং করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় তাদের অবস্থান পাওয়া যায়। গাছ লুটের হোতা আটক স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সামাজিক বনায়নের কয়েক শত গাছ কেটে নিয়ে গেছে আওয়ামী লীগের নামে চলা প্রভাবশালী কতিপয় ব্যক্তি। এ ঘটনায় ১৩ জনকে অভিযুক্ত করে বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডের রায়েন্দা শাখার উপ-সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন বাদী হয়ে বুধবার রাতে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে মূল হোতা বারেক মাঝিকে গ্রেফতার করেছে। বাগেরহাটের রায়েন্দা পানি উন্নয়ন বোর্ড জানায়, কতিপয় নেতাকর্মী ৩৫/১ পোল্ডারের অধীন পানগুছি নদী তীরবর্তী মধ্যবরিশাল গ্রাম থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের কয়েক শত গাছ কেটে নিয়ে যায়। এই গাছের মধ্যে রয়েছে মেহগনি, রেন্টি, চম্বল, কড়াই, শিশু ও তালগাছসহ আরও বিভিন্ন জাতের গাছ। এছাড়া সন্ন্যাসী লঞ্চঘাট এলাকা থেকে সামাজিক বনায়নেরও গাছও কেটে নেয়। কষ্টিপাথরের মূর্তি উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার রামপাল ইউনিয়নের জোড়ারদেউল থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটির ওজন প্রায় ২০ কেজি। জানা যায়, বৃহস্পতিবার সকালে জোড়ারদেউল পঞ্চায়েত কবরস্থানে একটি কবর খুঁড়তে গেলে মূর্তিটি বেরিয়ে আসে। পরে স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি জানালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান এসে মূর্তিটি উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান। ফের ভুয়া চিকিৎসক আটক স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদরের পর এবার সিরাজদিখানে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক বছরের কারাদ-াদেশ দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতটির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা পারভীন জানান, বৃহস্পতিবার উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তায় সাথী ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ভুয়া ডাঃ শহিদুল ইসলামকে আটক করা হয়। চিকিৎসক হিসেবে কোন প্রমাণ দেখাতে না পারায় তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদ- প্রদান করা হয়। চট্টগ্রামে ৫০ দোকান উচ্ছেদ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকা থেকে ৫০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। সড়ক ও ফুটপাথ দখল করে এগুলো অবৈধভাবে গড়ে উঠেছিল। বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত স্থাপনাগুলো উচ্ছেদ করে। চসিক সূত্রে জানানো হয়, কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শারমিনের নেতৃত্বে ওই এলাকার পুরাতন আরাকান সড়কে কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। বেতিয়ারা শহীদ দিবস আজ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১০ নবেম্বর ॥ বেতিয়ারা শহীদ দিবস শুক্রবার। ১৯৭১ সালের এদিনে পাক-হানাদার বাহিনীর সঙ্গে বেতিয়ারায় সম্মুখযুদ্ধ করে ৯ মুক্তিযোদ্ধা শহীদ হন। পরে তাদের সেখানে সমাহিত করা হয়। ওই শহীদদের স্মরণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বেতিয়ারায় তাদের সহযোদ্ধারা নিহত শহীদদের স্মরণে প্রতিবছর ১১ নবেম্বর বেতিয়ারা দিবস হিসেবে পালন করে আসছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বেতিয়ারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষা পরিষদ ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে। এ উপলক্ষে শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারায় দিনব্যাপী মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধের পাশে ব্যাপক কর্মসূচীর আয়োজন করা হয়েছে। উত্ত্যক্ত ॥ এসিডসহ ২ বখাটে গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১০ নবেম্বর ॥ ঝিনাইগাতীতে ২ জেএসসি পরীক্ষার্থী ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এ্যাসিডসহ ২ বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী মহিলা কলেজ কেন্দ্রে ওই ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের দেলোয়ার হোসেন ও মনিরুজ্জামান। ওই ঘটনায় ইভটিজিং ও এ্যাসিড নিয়ন্ত্রণ আইনে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার জেএসসি পরীক্ষা শেষে ঝিনাইগাতী মহিলা কলেজ কেন্দ্রে প্রবেশের পূর্বাহ্নে ২ পরীক্ষার্থী ছাত্রীকে ওই ২ বখাটে যুবক উত্ত্যক্ত করে এবং এক পর্যায়ে তাদের এ্যাসিডে ঝলসে দেয়ার হুমকি দেয়। বিষয়টি তারা কেন্দ্র কর্তৃপক্ষকে জানালে তারা তা স্থানীয় পুলিশকে জানিয়ে রাখে। এরপর পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার পথে ওই ২ ছাত্রীকে ফের উত্ত্যক্ত শুরু করে তারা। এক পর্যায়ে তাদের চিৎকারে থানা পুলিশ ওই ২ উত্ত্যক্তকারী বখাটেকে জনতার সহায়তায় আটক করে।
×