ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতে পাঁচ শ’ ও হাজার রুপীর নোট বাজেয়াপ্তে বিপাকে বাংলাদেশীরা

প্রকাশিত: ০৪:২৩, ১১ নভেম্বর ২০১৬

ভারতে পাঁচ শ’ ও হাজার রুপীর নোট বাজেয়াপ্তে বিপাকে বাংলাদেশীরা

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ হঠাৎ করে ভারত সরকার সে দেশের পাঁচ শ’ ও এক হাজার রুপীর নোট বাজারে অচল ঘোষণা দেয়ায় বাংলাদেশী পাসপোর্টযাত্রীরা ভারত গিয়ে পড়েছে চরম বিপাকে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সরকার এ ঘোষণা দেয়ায় সে দেশের জনগণসহ বেশি বিপাকে পড়েছে বাংলাদেশী পাসপোর্টযাত্রীরা। জানা যায়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ শ’ ও এক হাজার রুপী ভারত সরকার সকল ব্যাংকে জমা নেবে তবে তারা বাজারে ব্যবহার করতে পারবে না। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশী পাসপোর্টযাত্রীদের কাছ থেকে ফায়দা লুটছে সে দেশের মানিচেঞ্জার ব্যবসায়ীরা। তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে কম মূল্যে রুপী ক্রয়-বিক্রয় করছে বলে অভিযোগ করেছে ভারত থেকে আসা পাসপোর্টযাত্রীরা। ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রী মৃনাল কান্তি বিশ^াস জানান, ভারতের সরকারী বেসরকারী হাসপাতাল, রেল অফিস, পরিবহন কাউন্টার এমন কি খাদ্যদ্রব্য বিক্রেতা দোকান এবং হোটেলেও এ টাকা নিচ্ছে না। ফলে বাধ্য হয়ে বাংলাদেশী পাসপোর্টযাত্রীরা তাদের কাছে থাকা রুপী কম মূল্যে বিক্রি করছে ভারতের মুদ্রা ব্যবসায়ীদের কাছে। বাংলাদেশী অনেক পাসপোর্টযাত্রী অভিযোগ করেছে, তারা ডলার, পাউন্ড, ইউরো ভারতের মুদ্রা বাজারের দোকানে ভাঙ্গাতে গেলে তারা অন্যান্য রুপীর নোট দিতে পারছে না। বাধ্য হয়ে বাজার ছাড়া কম মূল্যে বাংলাদেশীদের এসব টাকা চেঞ্জ করতে হচ্ছে এবং ভারতের একশ্রেণীর প্রতারক চক্র সুযোগ বুঝে বাংলাদেশীদের ঠকাচ্ছে বলে একাধিক অভিযোগ করেছে সে দেশ থেকে ফেরা পাসপোর্টযাত্রীরা। দুস্থদের সেলাইমেশিন প্রদান স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে দুস্থ নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, আজ বিএনপি মৌলবাদ-জঙ্গীবাদকে উস্কানি দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু কোনভাবেই তাদের হীনকার্য বাস্তবায়নের সুযোগ দেয়া হবে না। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস লায়লা নার্গিস বেগম সভাপতিত্ব করেন। স্কুলে প্রজেক্টর বিতরণ স্টাফ বিপোর্টার, নীলফামারী ॥ দেশের প্রাথমিক শিক্ষার ভিত্তি সুদৃঢ় করতে সরকার কর্তৃক মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর নিমিত্তে প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ শুরু করেছে। এরই ধারাবহিকতায় জেলার ছয় উপজেলার ২২৮টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিক সভাপতিত্ব করেন।
×