ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২২, ১১ নভেম্বর ২০১৬

নাসিরনগরে হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ মন্দির ও বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানান। খবর নিজস্ব সংবাদদাতাদের। চবি ॥ নাসিরনগরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে সনাতন ধর্ম পরিষদ। বৃহস্পতিবার দুপুর ১২টায় চবি বুদ্ধিজীবী চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ’৭১-এর স্বাধীনতা যুদ্ধে কোন হিন্দু-মুসলিম ভেদাভেদ ছিল না। দেশকে স্বাধীন করতে সবাই ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করেছে, দেশের জন্য জীবন দিয়েছে। কিন্তু আজ স্বাধীনতার পর পরাজিত শক্তির ধারক-বাহকরা সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে। সংখ্যালঘুরা আজ এ দেশে নিরাপদ বোধ করছেন না। অথচ একটি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধিকার আন্দোলনে একাট্টা হয়েছিলেন এ দেশের জনগণ। মানববন্ধনে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে প্রশ্নবিদ্ধ করতেই ষড়যন্ত্রকারীরা এ হামলা করেছে।’ উপস্থিত ছিলেন- সনাতন ধর্ম পরিষদ চবির সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, সাধারণ সম্পাদক সজীব কুমার ঘোষ, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. সুলতান আহমেদ, সহকারী প্রক্টর লিটন মিত্র ও চবি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বাকৃবি ॥ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও অত্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে একযোগে মানববন্ধন কর্মসূচী পালন করে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, সনাতন সংঘ বাকৃবি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ। গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর, অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, অধ্যাপক ড. মঞ্জুরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. একেএম জাকির হোসেন প্রমুখ। রাবি ॥ বাড়িঘর-মন্দিরে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃহস্পতিবার প্রতিবাদী মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বেলা ১১টায় ‘সনাতন ধর্ম সংঘ’র ব্যনারে এ কর্মসূচী পালন করা হয়। সনাতন ধর্ম সংঘের সভাপতি ড. কমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন- প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা, বঙ্গবন্ধু পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, ভাষা বিভাগের (সংস্কৃত) অধ্যাপক নিখিল রঞ্জন বিশ্বাস, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম প্রমুখ। পটিয়া ॥ পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে গ্রামবাসীর উদ্যোগে নাসিরনগরে মন্দিরে হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। কেলিশহর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বক্তারা প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের অপসারণ এবং মন্দিরে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন- কেলিশহর ইউনিয়নের চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, প্রফেসর তরুণ চৌধুরী, শাওন মহাজন, রূপন দে। ঝালকাঠি ॥ ব্যতিক্রমধর্মী প্রতিবাদ পালন করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। বাড়িঘর ভাংচুর, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে বুধবার রাত ৯টায় ঝালকাঠির শ্রীশ্রী কালীবাড়িতে জগধাত্রী পূজা উপলক্ষে সমাগত নারী-পুরুষের উপস্থিতিতে এক মিনিট আলোকসজ্জাসহ আলো নিভিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।
×