ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুবলীগ কর্মীসহ দুই খুন ॥ তিন লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:২১, ১১ নভেম্বর ২০১৬

যুবলীগ কর্মীসহ দুই খুন ॥ তিন লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ পাবনায় যুবলীগ কর্মী ও নারায়ণগঞ্জে খুন হয়েছে যুবক। এছাড়া নওগাঁয় ইউপি মেম্বার, মাদারীপুরে বেসরকারী কর্মী ও খাগড়াছড়িতে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : পাবনা ॥ যুবলীগ কর্মী রফিকুল ইসলামকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আটঘরিয়া উপজেলার ধানুয়াঘাটা শরৎগঞ্জ বাজারের পাশে এ হত্যাকা- ঘটে। নিহত রফিকুল ইসলাম একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের পাঁচকড়া আলীর ছেলে। তিনি পেশায় সার ও কীটনাশক ব্যবসায়ী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনার মুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নিহত রফিকুল ইসলাম ছেলেকে নিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্ত অতর্কিত তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। নারায়ণগঞ্জ ॥ ফতুল্লায় হৃদয় হোসেন বাবু (২৫) নামে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্র্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে শহরের দেওভোগ নাগবাড়ি এলাকায় হৃদয় হোসেন বাবুকে দুর্বৃত্তরা কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টায় সে মারা যায়। হৃদয় হোসেন বাবু মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বালিগাও গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। হৃদয় ফতুল্লার দেওভোগ নাগবাড়ি এলাকার শিরিনা আক্তারের ভাড়াটে। নওগাঁ ॥ বৃহস্পতিবার দুপুরে আত্রাই উপজেলার ভবানীপুর বাজার এলাকা থেকে সাবেক ইউপি সদস্য দ্বিপনারায়ন সাহা ওরফে দিপু মেম্বারের (৭৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি ভবানীপুর গ্রামে। তিনি আত্মহত্যা করেছেন, নাকি তাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে তা কেউ বলতে পারছে না। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মাদারীপুর ॥ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে সদর উপজেলার মস্তফাপুর এলাকার আলমগীর খানের বাড়ি থেকে মজিবর হাওলাদার (২৫) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, মজিবর অন্যান্য দিনের মতো কাজ শেষে বুধবার রাতে একাই ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে না ওঠায় বাড়ির মালিক ডাকাডাকি করে। সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে ঘরের খাটের ওপর তার লাশ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। মৃত মজিবর নাটোরের বনপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে। সে সদর উপজেলার মস্তফাপুর এলাকার আলমগীর খানের বাড়িতে ভাড়া থাকত এবং একটি কোম্পানিকে চাকরি করত। মজিবর দুই সপ্তাহ আগে মস্তফাপুর সিকিনওহাটা গ্রামের বাবুল মুন্সীর মেয়ে সুবর্ণা আক্তারকে বিয়ে করে। খাগড়াছড়ি ॥ মাটিরাঙ্গা উপজেলার ১নং রাবার বাগান এলাকা থেকে কাতিয়া ত্রিপুরা (৫৫) নামে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেয়া লাশ উদ্ধার করে। মাটিরাঙ্গা থানার ওসি শাহাদাৎ হোসেন টিটু বলেন, নিহত কাতিয়া মঙ্গলবার সকালে ঘর থেকে বের হওয়ার পর আর কোন খবর পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে রাস্তার ওপর রক্ত দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেয়। রক্তের সূত্র ধরে অবস্থায় পাওয়া যায় লাশকে মাটিচাপা দেয়া হয়েছে।
×