ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিক্ষিকার শ্লীলতাহানি

দু’মাসেও তদন্ত আলোর মুখ দেখেনি

প্রকাশিত: ০৪:২০, ১১ নভেম্বর ২০১৬

দু’মাসেও তদন্ত আলোর মুখ দেখেনি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কম্পিউটার প্রোগ্রামার হাবিবুর রহমানের বিরুদ্ধে এক প্রধান শিক্ষিকাকে শ্লীলতাহানির তদন্ত আলোর মুখ দেখেনি। দুই মাস আগে বোর্ড অভ্যন্তরে ওই শিক্ষিকাকে জোরপূর্বক ‘কুকর্ম করলেও’ হাবিবুরের বিরুদ্ধে এখনও আইনগত ব্যবস্থা নিতে পারেননি কর্তৃপক্ষ। বোর্ড থেকে লোক দেখানো তদন্ত কমিটি করলেও দৃশ্যমান হয়নি এর কার্যক্রম। ফলে ওই নারী নির্যাতনের বিচার পাবেন কিনা তা এখন প্রশ্নবিদ্ধ। সূত্র মতে, গত ৮ আগস্ট চুয়াডাঙ্গার এক স্কুল শিক্ষিকা সৃজনশীল প্রশ্নব্যাংকে প্রশ্ন আপলোড সংক্রান্ত বিষয়ে শিক্ষা বোর্ডের প্রোগ্রামার হাবিবুর রহমানের কাছে যান। রুমে কেউ না থাকার সুযোগে হাবিবুর রহমান ওই প্রধান শিক্ষিকার শ্লীলতাহানি ঘটান। তিনি ওই শিক্ষিকার কাছে কুপ্রস্তাবে ইঙ্গিত করেন। এ ঘটনার প্রেক্ষিতে ওই প্রধান শিক্ষিকা ৩০ আগস্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। ঘটনার সত্যতা যাচাইয়ে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে যশোর সরকারী মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এবিএম ইকবাল আনোয়ারকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটির অপর দু’সদস্য হলেন সরকারী মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন্নাহার ও যশোর শিক্ষা বোর্ডের উপ-সচিব (সংস্থাপন) আব্দুস সালাম আজাদ। তদন্ত কমিটিকে কাজ শুরু করতে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে চিঠি মাধ্যমে জানানো হয়। তবে তদন্তে কোন উন্নতি নেই। কমিটির সদস্য কামরুন্নাহার বলেন, এক প্রধান শিক্ষিকার অভিযোগ তদন্ত করতে শিক্ষা বোর্ড থেকে একটি চিঠি পেয়েছি। কলেজ ছুটি থাকায় কাজ শুরু করতে পারিনি। অপর সদস্য আব্দুস সালাম আজাদ বলেন, অভিযোগটি আমরা খোঁজ খবর নিয়েছি। অনেক তথ্যই আমাদের হাতে এসেছে। কমিটির আহ্বায়কের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। তদন্তে অগ্রগতির স্বার্থে এখন কিছুই বলা সম্ভব হচ্ছে না।
×