ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে ধর্ষণ মামলা তুলে নিতে পরিবারকে চাপ

প্রকাশিত: ০৪:১৯, ১১ নভেম্বর ২০১৬

আড়াইহাজারে ধর্ষণ মামলা তুলে নিতে পরিবারকে চাপ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১০ নবেম্বর ॥ আড়াইহাজারে চতুর্থ শ্রেণীর শিশু ছাত্রীকে চার বন্ধুর সহযোগিতায় ধর্ষণের ঘটনার ২০ দিন পার হলেও ধর্ষক ও তার সহযোগীরা এখনও গ্রেফতার হয়নি। ধর্ষিতার পরিবার বলছে, আসামিরা প্রভাবশালীর সন্তান হওয়ায় পুলিশ রহস্যজনক কারণে আসামিদের গ্রেফতার করছে না। এদিকে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে ধর্ষিতার পরিবারকে। গত ২০ অক্টোবর বেলা ১১টায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিশু ছাত্রীকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে চার বন্ধু সুজন, নাঈম, সাব্বির ও সৈকতের সহযোগিতায় ফয়সাল নামে এক যুবক ধর্ষণ করে। গত ২২ অক্টোবর আড়াইহাজার থানায় ধর্ষিতার মা ধর্ষক ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দিলে পুলিশ ২৩ অক্টোবর ধর্ষণের মামলা হিসেবে নথিভুক্ত করেন। মামলার বাদী ও ধর্ষিতার মা জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা কয়েকবার এলাকায় তদন্তে আসলেও মামলার কোন আসামিকে গ্রেফতার করছে না। আমাদের কয়েকবার আপোষের জন্য চাপ দিয়েছে। আপোষ না হলে আমাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের বিরুদ্ধে উল্টো মামলা দিবে বলেও হুমকি দিচ্ছে। তারা ধর্ষণের মেডিক্যাল রিপোর্ট পাল্টিয়ে নিয়ে আসবে বলেও এলাকায় প্রচার করছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (উপ-পরিদর্শক) মজিবুর রহমান জানান, বাদী পক্ষ আসামি পক্ষের সঙ্গে মীমাংসার চেষ্টা করছে। এজন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছে না। আমরা নিয়মিতভাবে এলাকায় গিয়ে তদন্ত করছি এবং আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছি।
×