ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাবুরপুকুরে ১৪ মুক্তিযোদ্ধাকে আজ হত্যা করে হানাদার ঊাহিনী

প্রকাশিত: ০৪:১৯, ১১ নভেম্বর ২০১৬

বাবুরপুকুরে ১৪ মুক্তিযোদ্ধাকে আজ হত্যা করে হানাদার ঊাহিনী

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ১১ নবেম্বর বগুড়ার বাবুরপুকুরে হানাদার পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকাররা ১৪ জন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে গিয়ে ব্রাশফায়ারের পর বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে ফেলে রাখে। কৃতজ্ঞ জাতি সেই ১৪ কবরের ধারে নির্মাণ করেছে স্মৃতিস্তম্ভ। যা নির্মিত হয়েছে বগুড়া জেলা পরিষদের উদ্যোগে ও তাদেরই অর্থায়নে। এই ১৪ শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে আছেন মাহাফুজার রহমান, মান্নান পশারী, আব্দুল হান্নান পশারী, ওয়াজেদুর রহমান টুকু, জালাল ম-ল, মন্টু ম-ল, আব্দুস সবুর, সাইফুল ইসলাম, আলতাফ আলী, ফজলুল হক খান, বাদশা শেখ, আবুল হোসেন, টেলিফোন অপারেটর নূরজাহান ও অজ্ঞাত একজন। বগুড়া শহর থেকে প্রায় ১২ কিলোমিটার পশ্চিমে শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের এক গ্রাম বাবুরপুুকুর। বগুড়া নাটোর সড়কের ধারেই বাবুরপুকুরে খেজুর গাছ তলায় পুকুরের ধারে ১৪ মুক্তিযোদ্ধার সারিবদ্ধ কবর বাঁধিয়ে দেয় বগুড়া প্রেসক্লাব ১৯৭৯ সালে। তারপর বিভিন্ন সময়ে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি তোলে বগুড়া সাংবাদিক ইউনিয়ন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন ও সুধীজন। দেশ স্বাধীনতা ও বিজয় অর্জনের প্রায় ৩৮ বছর পর ২ হাজার ৯ সালে বগুড়া জেলা পরিষদ উদ্যোগী হয়ে প্রায় সাড়ে ৩২ লাখ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। নক্সা করে দিয়েছেন ভাস্কর্য শিল্পী অনিক রেজা। স্মৃতিস্তম্ভের জন্য বাবুরপুকুরে ১৫ শতাংশ জায়গা দান করেছেন সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী পাশের তিতখুর গ্রামের আলতাফ হোসেন। সারিবদ্ধ কবরকে সম্পৃক্ত করেই মূল কাঠামো তৈরি হয়েছে। পূর্বাংশে ৭৫ ফুট প্লাটফর্মের ওপর বেদি রাখা হয়েছে ২৫ ফুট উঁচু। হুইলচেয়ার বিতরণ নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১০ নভেম্বর ॥ চুয়াডাঙ্গায় একীভূত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুন উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল্লা আল সামী। ঘুষের টাকা ফেরত নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১০ নবেম্বর ॥ রমজানপুর এলাকায় সরকারীভাবে ঘর পাইয়ে দেয়ার কথা বলে এক অসহায় পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয়া টাকা ফেরত দিলেন শাহেআলম শিকদার নামের এক ইউপি সদস্য। বৃহস্পতিবার সকালে ওই টাকা ফেরত দেয়ার খবর জানান ইউপি চেয়ারম্যান ইউনুস আলী। চড়পালরদি গ্রামের মাহাবুব আকনের স্ত্রী আকলিমা বেগমের কাছ থেকে তিন মাস আগে সরকারীভাবে ঘর পাইয়ে দেয়ার কথা বলে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহেআলম শিকদার ১০ হাজার টাকা নেন।
×