ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লাগোস আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন

প্রকাশিত: ০৪:১৭, ১১ নভেম্বর ২০১৬

লাগোস আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন

অর্থনৈতিক রিপোর্টার ॥ নাইজিরিয়ার লাগোস আন্তর্জাতিক বাণিজ্যমেলায় আফ্রিকাবাসীর মন কেড়েছে বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটনের পণ্য। মেলায় আগত ব্যবসায়ী, সাধারণ ক্রেতা থেকে শুরু করে গণমাধ্যমগুলোর দৃষ্টি এখন ওয়ালটন প্যাভিলিয়নে। দামে সাশ্রয়ী গুণগত উচ্চমানের ওয়ালটন পণ্যের প্রতি খুবই আস্থাশীল আফ্রিকাবাসী। নাইজিরিয়ার অন্যতম বাণিজ্যিক ও শিল্পনগরী লাগোসে গত ৪ নবেম্বর থেকে শুরু হয়েছে আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ এই আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের শীর্ষ ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক্যাল এ্যাপ্লায়েন্সেস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। বাংলাদেশী কোন কোম্পানি হিসেবে ওয়ালটনই প্রথমবারের মতো অংশ নিয়েছে আফ্রিকা অঞ্চলের এই সর্ববৃহৎ মেলায়। চার মাসে এডিপি বাস্তবায়ন ১৪ শতাংশ স্টাফ রিপোর্টার ॥ চলতি অর্থবছরের চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়ন হার বেড়েছে। এ সময় বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ১৪ শতাংশ। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১১ শতাংশ। বৃহস্পতিবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য প্রকাশ করেন। শেরেবাংলা নগরে একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন। মন্ত্রী জানান, গত ৩ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়নও বেড়েছে। গত ২০১৫-১৬ অর্থবছরে বাস্তবায়িত হয়েছিল ১১ শতাংশ এবং ২০১৪-১৫ অর্থবছরে বাস্তবায়ন হয়েছিল ১৩ শতাংশ। মুস্তফা কামাল জানান, চলতি অর্থবছরের ৪ মাসে (জুলাই-অক্টোবর) মোট ব্যয় হয়েছে ১৬ হাজার ৭০০ কোটি টাকা। এর মধ্যে সরকারী তহবিলের ১০ হাজার ১২৪ কোটি, বৈদেশিক সহায়তা ৪ হাজার ৮৬১ কোটি এবং স্বায়ত্তশাসিত সংস্থার ১ হাজার ৭৮৮ কোটি টাকা। অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ১১ হাজার ৫০০ কোটি টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরের ব্যয় হয় ১১ হাজার ২০০ কোটি টাকা। মন্ত্রী বলেন, আশা করছি লক্ষ্যমাত্রা অনুযায়ীই এডিপি বাস্তবায়ন সম্ভব হবে।
×