ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অক্টোবরে মূল্যস্ফীতি বেড়েছে

প্রকাশিত: ০৪:১৬, ১১ নভেম্বর ২০১৬

অক্টোবরে মূল্যস্ফীতি বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। চাল, শাক-সবজি, মসলা, চিনি, লবণ, ফল, তেলসহ কিছু পণ্যের দাম আগের মাসের তুলনায় কিছুটা বাড়ায় খাদ্য মূল্যস্ফীতিও বেড়েছে। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৬ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৫ দশমিক ১০ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ১৯ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক আব্দুল ওয়াজেদ। পরিকল্পনামন্ত্রী বলেন, শাক-সবজি, চাল, তেল, চিনি, দুধ, লবণ ইত্যাদি দাম বাড়ায় মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। এদিকে গত মাসে গ্রামেও মূল্যস্ফীতির চাপ পড়েছে। গ্রামে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৬৩ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ২৭ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৩ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৩১ শতাংশ। শহরে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ২১ শতাংশ। বাংলালিংক দিচ্ছে স্মার্টফোন জেতার সুযোগ দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, দ্রুতগতির থ্রিজি নেটওয়ার্ক এবং দুর্দান্ত অফারের মধ্য দিয়ে গ্রাহকদের মানসম্পন্ন সেবার প্রতিশ্রুতি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলালিংক নিয়ে এল ‘এক দেশ এক অফার’, যার মাধ্যমে গ্রাহকরা মাত্র ৪৯ টাকা রিচার্জে সকাল ৮টা থেকে রাত ১০ টার মধ্যে প্রতি ১০ মিনিটে স্মার্টফোন জেতার সুযোগ পাচ্ছেন। এছাড়াও অফারটির মাধ্যমে গ্রাহকরা ৩০০ এমবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট, প্রতিদিন ৫ মিনিট অন-নেট ভয়েস বোনাস (ঋহঋএবং ঝঋহঋ ব্যতীত) এবং প্রতিদিন ৫০০ এসএমএস অন-নেট বোনাস উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এছাড়াও গ্রাহকরা দেশের বৃহত্তম মুভি লাইব্রেরী বাংলাফ্লিক্স-এফ্রি সাবস্ক্রিপশন পাচ্ছেন। এই বোনাস অফারটি সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রযোজ্য, যার মেয়াদ ৭ দিন। -অর্থনৈতিক রিপোর্টার সম্প্রতি শেষ হলো ভুটানের সর্ববৃহৎ ‘অথোরাইজড ডিলার এ্যান্ড ডিস্ট্রিবিউটর এক্সপো-২০১৬’। এই এক্সপোতে প্লাটিনাম স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে বেঙ্গল গ্রুপের নতুন অঙ্গসংগঠন লিনেক্স। থি¤পুর প্রাণকেন্দ্র ক্লকটাওয়ারে অনুষ্ঠিত এই মেলায় লিনেক্স ইলেক্ট্রনিক্স পণ্যসামগ্রীর আকর্ষণীয় ডিজাইন ও যুক্তিসঙ্গত মূল্য দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করার পাশাপাশি ক্রয়েও উৎসাহ যুগিয়েছে
×