ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রাথমিকের পাঠ্যবইয়ে প্রধানমন্ত্রীর ছবি

প্রকাশিত: ০৮:৪৪, ১০ নভেম্বর ২০১৬

প্রাথমিকের পাঠ্যবইয়ে প্রধানমন্ত্রীর ছবি

বিডিনিউজ ॥ আগামী বছরের প্রথম দিন সরকার ক্ষুদে শিক্ষার্থীদের হাতে যে নতুন বই তুলে দেবে, তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই বিতরণের একটি রঙিন ছবি থাকছে। শিক্ষার প্রসারে শেখ হাসিনার অবদান তুলে ধরতেই প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইয়ে ‘ব্যাক কভারে’ প্রধানমন্ত্রীর বই বিতরণের ছবি ছাপানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রাথমিকের ১০ কোটি ৫১ লাখ ৩৬ হাজার পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে প্রধানমন্ত্রীর বই বিতরণের ছবি ছাপানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা। তিনি বুধবার বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের আলোকে গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনের পর পাঠ্যবইয়ে প্রধানমন্ত্রীর ছবি ছাপানো হয়েছে। সরকারীভাবে ছাপানো পাঠ্যবইয়ে এবারই প্রথম কোন সরকারপ্রধানের ছবি ছাপানো হলো। অধ্যাপক নারায়ণ বলেন, ‘স্থায়ী কমিটির নির্দেশনা ছিল, এটাকে বাস্তবায়ন করা হয়েছে।’ ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে কয়েকজনের সঙ্গে হাসিমুখে কথা বলছেন শেখ হাসিনা- এমন একটি ছবি বইয়ের ব্যাক কাভারে ছাপানো হয়েছে। ছবির ঠিক নিচে রয়েছে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান। সেøাগান ছাড়াও প্রাথমিকের শিক্ষার্থীদের বইয়ের ব্যাক কাভারে ‘বড়দের সম্মান কর’, ‘আয় বুঝে ব্যয় কর’, ‘সদা সত্য কথা বলিবে’, ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’, ‘পরনিন্দা ভালো নয়’, Health is Wealth, Unity is Strength প্রভৃতি বাক্য জুড়ে দেয়া হয়েছে।
×