ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা সিটিতে থানা করতে পুলিশকে জমি দিলেন গ্রুপের চেয়ারম্যান

প্রকাশিত: ০৮:৪০, ১০ নভেম্বর ২০১৬

বসুন্ধরা সিটিতে থানা করতে পুলিশকে জমি দিলেন গ্রুপের চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বসুন্ধরা সিটিতে পৃথক থানা করার জন্য ঢাকা মহানগর পুলিশকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান আড়াই বিঘা জমি দিয়েছেন। বুধবার নিজ বাসভবনে পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হকের হাতে জমির দলিল তুলে দেন তিনি। দলিল হস্তান্তরকালে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময় সমাজের কল্যাণে নিয়োজিত। তারা পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে। তার প্রমাণ গুলশান হামলার ঘটনা। বসুন্ধরা থানার জন্য জায়গা দিতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে আরও একটি থানার জন্য জায়গা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। বসুন্ধরার এমন উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করে আইজিপি একেএম শহিদুল হক বলেন, বসুন্ধরা একটি মডেল টাউন। এ এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি থানা প্রয়োজন। দলিল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকায় দিন দিন লোকসংখ্যা বাড়ছে। এজন্য বাড়তি নিরাপত্তাও দরকার। থানার কার্যক্রম শুরু হলে বসুন্ধরা আরও নিরাপদ শহর হবে। অনুষ্ঠানে পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×