ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সঙ্গীতে সর্বোচ্চ আয় টেলর সুইফটের

প্রকাশিত: ০৬:৩০, ১০ নভেম্বর ২০১৬

সঙ্গীতে সর্বোচ্চ আয় টেলর সুইফটের

সঙ্গীতের জগতে এ মুহূর্তে সবচেয়ে বেশি আয় বা পারিশ্রমিক কার? এ প্রশ্ন শুনলে অধিকাংশ মানুষই ধরে নেবেন এ্যাডেল। এক অর্থে তাদের ধারণা যে বেঠিক তা নয়। তবে গত বছরে সঙ্গীতে সর্বাধিক পারিশ্রমিক উপার্জনকারী মহিলার শিরোপা এ্যাডেলের ভাগ্যে জুটবে না। কারণ তার মোট আয় এই শিরোপা পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। এই শিরোপার অধিকারিণী টেলর সুইফট। ফোরবিস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুন মাস পর্যন্ত সুইফট আয় করেছেন ১৭ কোটি ডলার। ওই সময় এ্যাডেল বাহ্যত যা আয় করেছেন (৮ কোটি ডলার) এটা তার দ্বিগুণেরও বেশি। এর কারণটা কি? কারণটা হলো এ্যাডেল সেই বিরল গায়িকা যার যাবতীয় আয় শুধু রেকর্ড বিক্রি ও ট্যুর প্রোগ্রাম থেকে আসে। এই ব্রিটিশ তারকা কদাচিৎ পণ্যের বিজ্ঞাপন করেন বা প্রাইভেট কনসার্টের জন্য মোটা অঙ্কের ফি নেন। অন্যদিকে টেলর সুইফটের ডায়েট কোক, এ্যাপল ও কিডসের সঙ্গে লাখ লাখ ডলারের চুক্তি আছে। ফোরবিসের ২০১৬ সালের সঙ্গীতে সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ম্যাডোনা। ১২ মাসে তার আয় হয়েছে ৭ কোটি ৬৫ লাখ ডলার। অল্প ব্যবধানে তার নিচে আছেন বিহান্না। তার আয় হয়েছে সাড়ে ৭ কোটি ডলার। বিস্ময়করভাবে বিয়ন্স রয়েছেন পঞ্চম স্থানে। তার বার্ষিক আয় ৫ কোটি ৪০ লাখ ডলার। ষষ্ঠ স্থানে আছেন ক্যাটি পেরি। আয় ৪ কোটি ১০ লাখ ডলার। জেনিফার লোপেজ, ব্রিটনি স্পিয়ার্স, শানিয়া টোরাইন ও সেলিন ডিওনের স্থান যথাক্রমে ৭ থেকে ১০ নম্বরে। তাদের প্রধান আয় এসেছে সিনসিটির হেডলাইন শো থেকে। আনন্দকণ্ঠ ডেস্ক
×