ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

সরকার থ্রি মুক্তির আগেই চাঞ্চল্য

প্রকাশিত: ০৬:২৯, ১০ নভেম্বর ২০১৬

সরকার থ্রি মুক্তির আগেই চাঞ্চল্য

রামগোপাল ভার্মা আবার ‘সরকার’ নিয়ে হাজির হচ্ছেন। তার পরিচালিত ‘সরকার’ এবং ‘সরকার রাজ’-এর ধারাবাহিকতায় সিক্যুয়াল হিসেবে আসছে ‘সরকার থ্রি’। পলিটিক্যাল থ্রিলার ধাঁচের মুক্তি প্রতীক্ষিত এ ছবির গল্প আবর্তিত হয়েছে মারাঠি রাজনীতি এবং অপরাধ জগতের নাটকীয় ঘটনাবলী নিয়ে। ছবিটির কাহিনী লিখেছেন রামগোপাল ভার্মা। চিত্রনাট্যও তার রচনা। পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব পালন করেছেন তিনি নিজেই। ‘সরকার’ ফিল্ম সিরিজের তৃতীয় কিস্তিতেও আবার প্রধান ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। এবারও তিনি সুভাষ নাগরি চরিত্রে রূপদান করছেন। ‘সরকার থ্রি’ ছবিতে আরও আছেন মনোজ বাজপেয়ী, জ্যাকি স্রফ, ইয়ামি গৌতম, রোনিত রায়, অমিত মাধ রোহিনি হাত্তাঙদি। এর আগে ২০০৫ সালে ‘সরকার’ এবং ২০০৮ সালে ‘সরকার রাজ’ ছবি দুটি মুক্তি পায়। ছবি দুটিই দর্শকপ্রিয়তা পেয়েছে। বিশ্বখ্যাত আন্ডারওয়ার্ল্ড থ্রিলার ‘গডফাদার’-এর ছায়া অবলম্বনে ‘সরকার’ ছবির বিভিন্ন চরিত্র নির্মাণ করা হয়েছে। ভারতীয় সামাজিক রাজনৈতিক বাস্তবতায় রামগোপাল ভার্মা তার ‘সরকার’ ছবির গল্প সাজিয়েছেন। গল্প বিন্যাস এবং চরিত্র সৃষ্টিতে তিনি অত্যন্ত মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। এবারও ‘সরকার থ্রি’ ছবিতে রামগোপাল ভার্মা আরও অনেক চমকের সমাবেশ ঘটিয়েছেন। এ প্রসঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি ১০ বছর আগে শেষবারের মতো অমিতাভ বচ্চনকে এ্যাংরি ম্যানের ভূমিকায় দেখেছিলাম। ওই সময় তার অভিনীত সুভাষ নাগরি চরিত্রটি সৃষ্টির সময় আমার মাথায় ছিল সেই সাড়া জাগানো ‘জানজির’, ‘দিওয়ার’, এর মতো ছবিগুলোতে অমিতজি অভিনীত এ্যাংরি ম্যান ইমেজের চরিত্রগুলো। আমি তার জন্য নতুন চরিত্রটি সৃষ্টির সময় চেয়েছিলাম আগের চেয়ে আরও বেশি রাগী মানুষের অবয়ব গড়ে তুলতে। অমিতাভ বচ্চন পেরেছেন সেই চরিত্রটিকে সবার মনে জোরালোভাবে প্রতিষ্ঠিত করতে।’ নতুন সময়ের প্রেক্ষাপটে ‘সরকার থ্রি’ ছবির গল্প এবং বিভিন্ন চরিত্র দর্শকদের আলোড়িত করবে আশা করি। আগের দুটি ছবির চেয়ে এবারের ছবিটি আরও বেশি সফল হবে বলে মনে করি।’ ‘সরকার থ্রি’ ছবিতে অন্যতম প্রধান নারী চরিত্রে দেখা যাবে ‘ফেয়ার এ্যান্ড লাভলি’ গার্ল ইয়ামি গৌতমকে। এখানে তার অভিনীত চরিত্রের নাম আন্নু কারকারে। ‘ভিকি ডোনার’, ‘বাদলাপুর’, ‘অ্যাকশন জ্যাকসন’, ‘মানাম রে’, ‘জুনুনিয়াত’ ছবিগুলোতে অভিনয়ের পর বলিউডে ইয়ামির অবস্থান অনেকটাই পোক্ত হয়েছে। বর্তমানে তিনি হৃত্বিক রোশানের সঙ্গে ‘কাবিল’ ছবিটি করছেন। সেখানে তাকে এক অন্ধ তরুণীর ভূমিকায় দেখা যাবে। এর পাশাপাশি রামগোপাল ভার্মার একটি বহুল আলোচিত প্রজেক্ট ‘সরকার থ্রি’-এ ইয়ামির অন্তর্ভুক্তি বলিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কারণ একটি শক্তিশালী কাহিনীর ছবিতে অমিতাভ বচ্চন, জ্যাকি স্রফ, মনোজ বাজপেয়ী, রোণিত রায়দের মতো অভিনেতাদের পাশে তাকে অভিনয় করতে হবে। এটা ইয়ামির জন্য একটি বড় চ্যালেঞ্জ। ‘সরকার থ্রি’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে রামগোপাল ভার্মার অনেক আলোচিত, সফল ছবির গুণী অভিনেতা মনোজ বাজপেয়ীকে। এর আগে রামগোপাল ভার্মার ‘দৌড়’, ‘সত্য’, ‘কৌন’, ‘রোড’, ছবিগুলোতে তাকে দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে। তবে ‘সরকার’ সিরিজের আগের দুই ছবিতে মনোজ বাজপেয়ীকে দেখা না গেলেও ‘সরকার থ্রি’ ছবিতে ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ একটি রোলে তার কাস্টিং ছবিটির আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। এ ছবিতে তার অভিনীত চরিত্রটি দিল্লীর মুখ্যমন্ত্রী বহুল আলোচিত রাজনীতিবিদ কেজরিওয়ালের আদলে সৃষ্টি করা হয়েছে। আবার অনেক দিন পর রামগোপাল ভার্মার কোন সিনেমায় অভিনয় করতে পেরে দারুণভাবে উচ্ছ্বসিত এই গুণী অভিনেতা। এ প্রসঙ্গে মনোজ বাজপেয়ী বলেন, রামগোপাল ভার্মার অনেক ছবিতেই আমি অভিনয় করেছি। তার সঙ্গে আমার বন্ধুত্ব অনেক দিনের। তিনি একজন সেরা চিত্র নির্মাতা। আমি একজন অভিনেতা। তার সঙ্গে আমার ভাল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। ‘সরকার থ্রি’ ছবিতে আমার অভিনীত চরিত্রটি খুব বেশি বড় না হলেও ছবির গল্পে বেশ গুরুত্বপূর্ণ। আমি আমার স্বল্পতম সুযোগটি কাজে লাগাতে সচেষ্ট ছিলাম। ছবিটি মুক্তির পর দর্শক সমালোচক সবাই এটা বিচার করবেন।’ পরিচালক প্রযোজক রামগোপাল ভার্মা একজন দক্ষিণী চিত্র নির্মাতা হলেও তার সর্বভারতীয় পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে একজন গুণী চিত্র নির্মাতা হিসেবে। রোমান্টিক, এ্যাকশন, হরর, আন্ডারওয়ার্ল্ড থ্রিলার, পলিটিক্যাল ড্রামাÑ সব ধরনের সিনেমা নির্মাণে বরাবরই মুন্সিয়ানার পরিচয় দিয়ে আসছেন তিনি। যদিও দীর্ঘদিন ধরে বলিউডে চমক লাগানো সাফল্য দেখাতে পারছেন না। তার পরিচালিত সর্বশেষ ছবি ‘ভীরুপ্পান’ নিয়ে যতটা আলোচনা হয়েছিল নির্মাণকালে, মুক্তির পর ছবিটি বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি। এবার তার বহুল আলোচিত সরকার সিরিজের নতুন সিনেমাটি নিয়ে বলিউডে আগাম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণ পলিটিক্যাল ড্রামা থ্রিলার ছবিগুলোতে বাস্তব রাজনীতির অনেক নাটকীয়তা তুলে ধরা হয় যা নিয়ে উত্তেজনা, বিতর্ক সৃষ্টি হয়। এবার ‘সরকার থ্রি’ ছবিতে বর্ণিত ঘটনাবলী সিনেমা দর্শকদের মনে কতটা তোলপাড় সৃষ্টি করে সেটাই দেখার বিষয়। এ ছবিতে শতাব্দীর সেরা সুপার স্টার অমিতাভ বচ্চন আবার এ্যাংরি ম্যানের ইমেজে রুপালি পর্দায় হাজির হবেন। সাম্প্রতিক পিকু, তিন, পিঙ্ক প্রভৃতি ছবিতে যে অমিতাভকে দেখে আসছেন দর্শক ‘সরকার থ্রি’ ছবিতে একজন প্রভাবশালী আন্ডারওয়ার্ল্ড ব্যক্তিত্ব সুভাষ নাগরিক চরিত্রে রাগী মানুষ হিসেবে তার ভিন্নরূপ সবাইকে আলোড়িত করবে বৈকি। পরিচালক-প্রযোজক রামগোপাল ভার্মা তেমনটিই প্রত্যাশা করছেন।
×