ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুমন্ত গুপ্ত

‘ডুব’ নিয়ে ধূম্রজাল

প্রকাশিত: ০৬:২৭, ১০ নভেম্বর ২০১৬

‘ডুব’ নিয়ে ধূম্রজাল

বাংলাদেশের জনপ্রিয় পরিচালক মোস্তফা সারওয়ার ফারুকী যখন ‘ডুব’ ছবির ঘোষণা দিয়েছিলেন তখন থেকেই বেশ আলোচনায় সিনেমাটি। আর যখন শোনা গেল এতে বলিউডের নামকরা অভিনেতা ইরফান খান অভিনয় করবেন তখন তো ঢালিউড কিংবা বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই তা নিয়ে উত্তাল হাওয়া বইতে শুরু করে। মোস্তফা সারওয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ প্রয়াত নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদের জীবন থেকে অনুপ্রাণিত বলে শোনা যাচ্ছিল। কলকাতার আনন্দবাজার পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এই গুঞ্জনকে ব্যাপক আকারে উস্কে দিল। এ নিয়ে শুরু হয়েছে আলোড়ন, মাতামাতি এবং বিতর্ক। তবে প্রথমে ঠিক হয়েছিল পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু প্রধান চরিত্রে অভিনয় করবেন। বেশ কিছুদূর কথাবার্তা এগোনোর পর হঠাৎ করেই তিনি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘ডুব’ থেকে সরে দাঁড়ান কোন এক অজ্ঞাত কারণে। তার জায়গায় যুক্ত হন বলিউডের নামকরা অভিনেতা ইরফান খান। ছবির গল্প, অভিনেতা-অভিনেত্রী, লোকেশন সবকিছুই ছিল আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বাকি সবকিছু নিয়ে কথা বললেও ফারুকী ছবির গল্প নিয়ে কখনই মুখ খোলেননি । মুম্বাইয়ের বা হলিউডের বাঘা বাঘা পরিচালক যেখানে ইরফানের সঙ্গে মিটিং করার ডেট পান না, সেখানে কীসের মোহে ইরফান ঢাকায় গিয়ে বাংলা ছবি করছেন? এপ্রিল মাস থেকে এই প্রশ্ন আরব সাগর তীরে কান পাতলেই শোনা যাচ্ছিল । হুমায়ূন আহমেদের জীবনের গল্পগুলোই সিনেমা ঠাঁই পাচ্ছে এমন খবর চাউর হওয়ার পর দুই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিতেই আলোচনার ঝড় বইছে। এ ছাড়া সিনেমা নির্মাণের সময় কেন বিষয়টি জানানো হলো না এ বিষয় নিয়ে লেখকের প্রথম ও দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং সন্তানরাও প্রশ্ন তুলেছেন। যদিও অভিনেতা থেকে পরিচালক কেউই এ ব্যাপারে ‘কনফার্ম’ করছেন না কিছুই। জানা গেছে, শূটিংয়ের আগে হুমায়ূন আহমেদের প্রচুর ভিডিও দেখেন ইরফান। সেগুলো দেখেই হুমায়ূন আহমেদের কথাবার্তা বলার ধরন এসব নিয়ে হোমওয়ার্ক করেছিলেন। এ ছাড়া শুধু বাংলা শিখবেন বলেই ইরফান ১৫ দিন বাংলা টিউটরও রেখেছিলেন মুম্বাইতে। যানা যায় , ‘ডুব’ ছবিটি মূলত দাঁড়িয়ে আছে দুটি চরিত্রের উপর। একজন ইরফান খান অন্যজন তিশা। যেখানে দু’জনের সম্পর্ক বাবা আর মেয়ের। তাদের সম্পর্কের টানাপোড়েন এই ছবির উপজীব্য। যাদের একজনের মধ্যে পাওয়া যাবে হুমায়ূন আহমেদের ছায়া এবং অন্য জনের মধ্যে শীলা আহমেদ। এই সূত্র আরও বলছে, ছবিতে ইরফান খানের নাম রাখা হয়েছে জাবেদ হাসান। যিনি মূলত লেখক এবং ফিল্মমেকার। যার প্রথম স্ত্রীর নাম মায়া। এই চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। সম্ভবত ছবির শুরুটা হয় মায়ার কাছে একটা ফোন কলের দৃশ্য দিয়ে। যে ফোনের মাধ্যমে কেউ একজন তাকে জানান, ‘আপনার এক্স হাজবেন্ড জাবেদ মারা গেছেন। যিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এতদিন।’ অনেকেই আবার বলছেন এটা হলো প্রচারের নামে নতুন প্রতারণার ফাঁদ। যে ফাঁদে এখন পা রাখছে মিডিয়া এবং ছবিটি মুক্তির পর একই ফাঁদে পা দেবেন দর্শকরাও। ছবিটি দেখার পর দেখবেন- আসলে যেটি ধারণা করেছেন সেটির আসেপাশেও গল্পটি নেই। অথবা গল্পটি যদিও হুমায়ূন আহমেদের না হয়, তবুও মানুষ ধরেই নেবেন এটাই বোধহয় হুমায়ূন কিংবা তার স্ত্রী-সন্তানদের আসল জীবনাচরণ। থাকলেও সেটিকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছেÑ তাতে মামলা-মোকদ্দমারও সুযোগ থাকবে না। ছবিতে আরও স্থান পাচ্ছে জাবেদ হাসানের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী পার্নো মিত্রর সঙ্গে প্রেম-রোমাঞ্চ এবং বিয়ের বিষয়টিও। যেটিকে কোনভাবেই মেনে নিতে পারেননি জাবেদ হাসানের কন্যা তিশা। তৈরি হয় বাবা-মেয়ের বিরোধ এবং দূরত্ব। ডুব নিয়ে গুঞ্জন এর কথা স্বীকার করেননি ফারুকী। তবে ভারতে ভ্যারাইটি পত্রিকায় চলতি বছরের ৩ মার্চ ‘ডুব’-এর গল্প সম্পর্কে ফারুকী বলেন, ‘মৃত্যু শুধু সব নিয়ে নেয় না। অনেক কিছুই ফিরিয়ে দেয়। ভালবাসা, একত্র হওয়া- সব। আমার নতুন ছবির গল্পটা একটি মৃত্যুকে ঘিরে। দুটি পরিবারের প্রধান কর্তার মারা যাওয়ার পর পরিবারের সদস্যদের নানা গল্প উঠে আসবে এখানে।’ গত শুক্রবার (৪ নবেম্বর) ফারুকী তার ফেসবুকে লিখেছেন, ‘আমি পরিষ্কার করে বলছি, ছবির ক্রেডিট বা ক্যাম্পেনে বা কমিউনিকেশন ম্যাটেরিয়েলে কখনও দাবি করিনি বা করার কোন সম্ভাবনাও নেই যে, হুমায়ূন আহমেদের বায়োপিক বানাচ্ছি। আমরা কোন বায়োপিক বানাচ্ছি না।’ এদিকে ওপার বাংলার সংবাদমাধ্যমকে শীলা বলেছেন, ‘ফারুকীর ছবিতে যদি লেখা থাকে ‘এটা হুমায়ূন আহমেদের জীবন অবলম্বনে’ তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নেয়া উচিত ছিল। কিন্তু তিনি যদি কয়েকটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটা বানান, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। এখন ছবিটা দেখেই যা বলার বলব।’ এদিকে হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন কলকাতার পত্রিকাকে বলেছেন, ‘একজনের ওপর ছবি করছি তার পরিবারের সঙ্গে কথা না- বলে, এটা আমার কাছে যথেষ্ট বিরক্তিকর।’ তবে হুমায়ূন আহমেদের জীবনের একটি অংশ নিয়েই ছবিটি নির্মিত হচ্ছে- এতে কোন সন্দেহ নেই। চরিত্রের নাম এবং বাস্তব গল্পের মধ্যে কিছু পরির্তন এসেছে সচেতনভাবেই। আর শাওন এবং শীলা আহমেদের মন্তব্য নিয়ে আনন্দবাজারের খবরটিও প্রকাশ হয়েছে এক রকম টেস্ট কেস হিসেবে। ছবি সংশ্লিষ্টরা দেখতে চেয়েছেন- হুমায়ূন পরিবার ও ভক্তদের রি-এ্যাকশন, সঙ্গে ফ্রি প্রচার তো থাকছেই। এদিকে বাংলাদেশের কোন চলচ্চিত্রে অভিনয় করা কলকাতার মেয়ে পার্নো মিত্র ‘খেলা’, ‘মোহনা’, ‘বউ কথা কও’ নামের টিভি সিরিয়াল দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। ২০১১ সালে মুক্তি পাওয়া এ ছবিটি বেশ দর্শকপ্রিয়তা পায়। এর পর ‘দত্ত ভার্সাস দত্ত’, ‘বেডরুম’, ‘কয়েকটি মেয়ের গল্প’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ড’, ‘মাছ, মিষ্টি, মোর’, ‘শেষ অঙ্ক’, ‘গ্ল্যামার’, ‘রাজকাহানী’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেন তিনি। উল্লেখ্য, ‘ডুব’ যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া, কলকাতার এসকে মুভিজ এবং ইরফান খান। এ বছরের মাঝামাঝি ছবিটির চিত্রায়ন হয়েছে গুলশান, রাঙ্গামাটি, বান্দরবান এবং বনানীতে।
×