ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এপ্রিলে আইপিএল

প্রকাশিত: ০৬:১৯, ১০ নভেম্বর ২০১৬

এপ্রিলে আইপিএল

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি২০ ক্রিকেটের ১০ম আসর আগামী বছরের ৫ এপ্রিল শুরু হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টটির গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান রাজীব শুক্লা। ২৯ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার সপ্তাহ খানেকের মধ্যে আইপিএল শুরু করতে চায় তারা। এর আগে ৪ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে খেলোয়াড় নিলাম। মঙ্গলবার নয়াদিল্লীতে সভা শেষে শুক্লা এই ঘোষণা দেন। তবে ভারতীয় সুপ্রীম কোর্ট কর্তৃক লোধা কমিটি নিয়োগের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। ইন্ডিয়ান বোর্ডের (বিসিসিআই) পক্ষে লোধা প্যানেলের অন্যতম এক পরিচালকের দাবি আন্তর্জাতিক সিরিজ ও আইপিএলের মধ্যে কমপক্ষে ১৫ দিনের বিরতি রাখতে হবে। এ সম্পর্কে শুক্লা সাংবাদিকদের বলেছেন, ৫ এপ্রিলের পরিবর্তে ১০ তারিখ আইপিএল শুরুর প্রস্তাব এসেছিল। তবে আমরা অস্ট্রেলিয়া সিরিজের পরে এক সপ্তাহের বিরতি রাখার চেষ্টা করছি। সভায় আরও বলা হয়েছে নিয়মানুযায়ী বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ উদ্বোধনী অনুষ্ঠান ও ফাইনাল ম্যাচ আয়োজন করবে। আরও উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর, সেক্রেটারি অজয় শিরকে, ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, ঝাড়খ- ক্রিকেট এসোসিয়েশনের প্রধান অমিতাভ চৌধুরী ও পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি এমপি পা-ভ।
×