ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজকোট টেস্ট

রুটের সেঞ্চুরিতে প্রথমদিন ইংল্যান্ডের

প্রকাশিত: ০৬:১৮, ১০ নভেম্বর ২০১৬

রুটের সেঞ্চুরিতে প্রথমদিন ইংল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সফরের দুঃস্মৃতি তাড়িয়ে রাজকোট টেস্টে উড়ন্ত সূচনা করেছে ইংল্যান্ড। মেহেদী হাসান মিরাজ-সাকিব আল হাসানের কাছে নাস্তানাবুদ এ্যালিস্টার কুকের দল রবিচন্দ্রন অশ্বিন-অমিত মিশ্রদের শাসিয়েছে ভাল মতোই! শক্তিধর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজ প্রথম টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ৩১১ রান। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন দলের সেরা ব্যাটসম্যান জো রুট (১২৪), ট্রিপল ফিগার থেকে মাত্র ১ রানের দূরত্বে মঈন আলি ব্যাট করছেন ৯৯ রান নিয়ে। ১৯ রানে তার সঙ্গে আছেন বেন স্টোকস। ম্যাচের খরচ বহনের জন্য মঙ্গলবার শেষ মুহূর্তে ভারতীয় সুপ্রীম কোর্টের রায়ে অর্থ ছাড়ের অনুমতি পায় ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই)। জল্পনার অবসান ঘটিয়ে বুধবার ঠিক সময়ে খেলা মাঠে গড়ায় এবং ব্যাটিং ঝলকে প্রথমদিনটা নিজেদের করে নেন রুট-মঈন। অথচ দিনের শুরুটা ভিন্ন ইঙ্গিতই দিয়েছিল। টস জিতে ব্যাটিং নেন এ্যালিস্টার কুক। সবুজ পিচে মোহাম্মদ শামি আর উমেশ যাদবের দুর্দান্ত বোলিংয়ের মুখে স্বস্তিতে ছিলেন না কুক ও কম বয়সে টেস্ট অভিষেকের ইংলিশ রেকর্ডে ঢুকে যাওয়া হাসিব হামিদ। বেশ কয়েকবার উইকেটের পেছনে ক্যাচ দিয়েও স্বাগতিকদের বাজে ফিল্ডিংয়ের কারণে বেঁচে যান দু’জনে। বিনা উইকেটে ৪৭ রান তোলার পর মনে হচ্ছিল, উইকেটে থিতু হয়ে পরিস্থিতি সামলে নিয়েছেন, তখনই জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে কুক (২১)। একটু পরে হামিদও একই পথ ধরেন। ৩১ রান করে অশ্বিনের বলে একই পরিস্থিতি বরণ করেন ১৯ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত আলোচিত ইংলিশম্যান। রুটের সঙ্গে যোগ দেন বেন ডাকেট। ৩টি চার মেরে বোলারদের ওপর চাপ তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু অতিআগ্রাসন দেখাতে গিয়ে অশ্বিনের বলে অজিঙ্কা রাহানের অসাধারণ এক ক্যাচে আউট হন তিনি। ৪৭/০ থেকে ১০২/৩-এ পরিণত হয় ইংল্যান্ড। দিনের বাকি গল্পটা কেবলই রুট আর মঈনের। মনে হয়েছে মিরাজ-সাকিবদের সামলানোর ফল পেয়েছেন তারা। প্রশ্ন ওঠে ইংল্যান্ডের জন্য স্পিনবান্ধব পিচ বানিয়ে ভারত ভুল করল না তো। বাংলাদেশে দুঃসময় কাটান রুট এদিন দারুণ সব শট খেলেছেন। দু’জনে মিলে যোগ করেন ১৭৯ রান, ভারতের মাটিতে চতুর্থ উইকেট জুটিতে ইংল্যান্ডের হয়ে যা পঞ্চম সর্বোচ্চ। দিনের খেলা শেষ হওয়ার ঘন্টাখানেক আগে যাদবের বলে আনাড়ির মতো কট এ্যান্ড বোল্ড হন রুট (১২৪)! বাংলাদেশ ব্যর্থতা কাটিয়ে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেয়া ইংলিশদের সময়ের সেরা ব্যাটসম্যান তার ইনিংসটি সাজিয়েছেন ১১ চার ও ১ ছক্কায়। এর মধ্য দিয়ে সতীর্থ জনি বেয়ারস্টোর পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এ বছর টেস্টে ১০০০ রানের ল্যান্ডমার্ক অতিক্রম করেন তিনি। স্টোকসকে নিয়ে দিনের বাকি ১২ ওভার নির্বিঘেœ পার করে চতুর্থ টেস্ট সেঞ্চুরির অপেক্ষায় মঈন (৯৯)। বড় সংগ্রহের পথে ইংল্যান্ড। অশ্বিন ২, যাদব ও জাদেজা নিয়েছেন ১টি করে উইকেট। হামিদের কথা আলাদা করে বলতে হবে। ইংল্যান্ডের হয়ে কম বয়সে টেস্ট অভিষেকের তালিকায় পঞ্চম স্থানে তিনি (১৯ বছর ২৯৭ দিন) তিনি, ওপনার হিসেবে যা ইংলিশদের জন্য নতুন রেকর্ড। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ৩১১/৪ (৯৩ ওভার; রুট ১২৪, মঈন ৯৯*, হামিদ ৩১, রুট ২১, স্টোকস ১৯*; অশ্বিন ২/১০৮, জাদেজা ১/৫৯)। ** প্রথমদিন শেষে
×