ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সবমিলিয়ে ষষ্ঠবারের মতো ওয়েলসের বর্ষসেরার পুরস্কার পেলেন রিয়াল মাদ্রিদের এই তারকা

গ্যারেথ বেলের টানা চার

প্রকাশিত: ০৬:১৭, ১০ নভেম্বর ২০১৬

গ্যারেথ বেলের টানা চার

স্পোর্টস রিপোর্টার ॥ পুরস্কারটাকে যেন একেবারেই নিজের করে নিলেন গ্যারেথ বেল। টানা চতুর্থবারের মতো ওয়েলসের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার। গত সাত বছরে অবশ্য এটা তার ষষ্ঠ। মঙ্গলবার ফুটবল এ্যাসোসিয়েশন অব ওয়েলস (এফএডব্লিউ) এক অনুষ্ঠানের মাধ্যমে গ্যারেথ বেলের হাতে এই পুরস্কার তুলে দেয়। আবারও নিজের দেশের সেরা ফুটবলারের পুরস্কার জিতে দারুণ রোমাঞ্চিত বেল। তবে ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারের অবশ্য পুরস্কারটা পাওনা ছিল। কেননা গত মৌসুমটা যে অসাধারণ কেটেছে তার। ওয়েলসকে প্রথমবারের মতো ইউরোর সেমিফাইনালে তুলতে সামনে থেকেই নেতৃত্ব দেন তিনি। ফ্রান্সে অনুষ্ঠিত এবারের আসরে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ তিনটি গোল করেছেন এই ওয়েলস তারকা। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা। সেই পুরস্কার হিসেবেই সম্প্রতি লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ওয়েলসের জার্সি গায়ে ৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বেল। এই সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে ২৫টি গোল করেছেন তিনি। ওয়েলসের হয়ে ইয়ান রাশের সর্বকালের সর্বোচ্চ গোলসংখ্যা ২৮। যার ফলে ইয়ান রাশের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র তিনটি গোলের প্রয়োজন গ্যারেথ বেলের। ওয়েলসের রিয়াল তারকার জন্য তা যে কেবলই সময়ের ব্যাপার। বেলের সমর্থকদের সেটা আর নতুন করে বলার কিছু নেই। বেল ছাড়াও এদিন আলো ছড়িয়েছেন জো এ্যালেন। খেলোয়াড় ও সমর্থকদের বিচারে বর্ষসেরা খেলোয়াড়ের দুটি পুরস্কার অবশ্য জিতে নিয়েছেন স্টোক সিটির এই মিডফিল্ডার। এছাড়া এফএডব্লিউ বিশেষ এ্যাওয়ার্ড পেয়েছেন ওয়েলসকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উন্নীত করা অভিজ্ঞ কোচ ক্রিস কোলম্যান। ১৯৫৮ সালের পর এটাই বড় কোন টুর্নামেন্ট। যেখানে অংশগ্রহণ করেই সেমিফাইনালে জায়গা করে নেয় ক্রিস কোলম্যানের ওয়েলস।
×