ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেলেসাওদের হারানোর আশা এ্যাগুয়েরোর, কলম্বিয়ার বিরুদ্ধে খেলছেন না চিলির সানচেজ

নেইমারের বিমানে ব্রাজিলে মেসি

প্রকাশিত: ০৬:১৬, ১০ নভেম্বর ২০১৬

নেইমারের বিমানে ব্রাজিলে মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাইপর্বে সুবিধাজনক অবস্থায় ব্রাজিল। বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে থেকে মূলপর্বে খেলার দৌড়ে এগিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু উল্টো চিত্র আর্জেন্টিনার। ছয় নম্বরে থেকে মূলপর্বের টিকেট না পাওয়ার শঙ্কায় তারা! এমন অবস্থায় মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ব্রাজিলে উড়ে গেছে আর্জেন্টিনা। রেসে টিকে থাকতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয় ছাড়া উপায় নেই এ্যাগুয়েরো, ডি মারিয়াদের। স্বাভাবিকভাবেই ম্যাচটি হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি। কিন্তু এসবের ছোঁয়া যেন লাগেনি দুই দলের দুই সুপারস্টার লিওনেল মেসি ও নেইমারের। স্প্যানিশ ক্লাব বার্সিলোনার দুই সতীর্থ ম্যাচটিতে হয়ে যাচ্ছেন শত্রু। তবে মাঠের লড়াইয়ে নামার আগে দু’জনের মধুর সম্পর্কটা আছে আগের মতোই। যে প্রমাণ মিলেছে নেইমারের ব্যক্তিগত বিমানে করে মেসি ব্রাজিলে যাওয়ায়। ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মঙ্গলবার নেইমারের ব্যক্তিগত বিমানে চেপে আর্জেন্টিনার মেসি ও জ্যাভিয়ের মাশ্চেরানো ব্রাজিলে পৌঁছান। নেইমারের বিমানে আসার সময় বিমানের মধ্যে পাইলট ও ক্রুদের সঙ্গে নেইমার, মেসি ও মাশ্চেরানোর হাস্যোজ্জ্বল ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। মেসি ও নেইমার অবশ্য সংবাদকর্মীদের হতাশ করেছেন। সাংবাদিকদের চোখ ফাঁকি দিয়ে নিজেদের টিম হোটেলে গিয়ে ওঠেন তারা। ভাল অবস্থানে না থাকলেও ব্রাজিলে পৌঁছেই লক্ষ্যটা জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড সার্জিও এ্যাগুয়েরো। ম্যানচেস্টার সিটি তারকা জানান, বেলো হরিজন্টের ম্যাচে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে পরের ম্যাচগুলোর জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস ফিরে পেতে চান তারা। এ্যাগুয়েরো বলেন, এখন অবশ্যই আমরা পয়েন্ট পাওয়ার চেষ্টা করব। ব্রাজিলকে হারানোটা আমাদের প্রয়োজনীয় আত্মবিশ্বাস জোগাবে। এটা তিন পয়েন্ট পাওয়ার এবং তালিকার ওপরের দিকে ফেরার দারুণ একটা সুযোগ। আগের ভুলগুলো শুধরে ব্রাজিল থেকে জয় নিয়ে ফেরার লক্ষ্য আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিরও। ম্যানচেস্টার এই ডিফেন্ডার বলেন, এটা ক্লাসিকো এবং আমরা জেতার ও উন্নতির চেষ্টা করব। আশাকরি প্রস্তুতির সময় আমরা আগের ভুলগুলো শুধরে নিতে পারব। যেন আমরা ভাল খেলতে পারি। আর্জেন্টিনা জয়ের চেষ্টা করলেও কাজটা যে সহজ হবে না সেটা বোঝা যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলারদের কথাতে। সেলেসাও মিডফিল্ডার রেনাটো অগাস্টো বলেন, শুধু মেসিই নয়, ওদের (আর্জেন্টিনা) সব খেলোয়াড়ই যেন মাঠে বেশি জায়গা না পায়, সেটি আগে নিশ্চিত করতে হবে। আর মেসি বল পেলে আমাদের দেখতে হবে, তার পাস বাড়ানোর জন্য জায়গা যেন ছোট হয়ে যায়। সেলেসাওদের জন্য মেসিকে আটকানোর কৌশল সহজ হতে পারে নেইমারের কারণে। এ প্রসঙ্গে রেনাটো বলেন, নেইমারের সঙ্গে ব্যাপারটি নিয়ে আমরা কাজ করেছি। লক্ষ্য একটাই, মেসির গোলে শট নেয়া ও সতীর্থদের পাস দেয়ার সুযোগ ঠেকাতে হবে। এদিকে পেশিতে টান পড়ায় কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে পারছেন না চিলির আর্সেনাল তারকা এ্যালেক্সিস সানচেজ। অনুশীলনে ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারের পেশিতে টান পড়েছে বলে চিলি ন্যাশনাল ফুটবল এ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। ১৫ নবেম্বর উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচের আগে তাকে আবারও পর্যবেক্ষণ করা হবে। তার আগে সানচেজ সান্টিয়াগোতেই থাকবেন। কলম্বিয়ার বিরুদ্ধে সানচেজকে না পাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন চিলির কোচ জুয়ান এ্যান্টোনিও পিজ্জি।
×