ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধ্রুপদী লড়াইয়ে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

প্রকাশিত: ০৬:১৪, ১০ নভেম্বর ২০১৬

ধ্রুপদী লড়াইয়ে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

জাহিদুল আলম জয় ॥ বিনোদনের সেরা মাধ্যম খেলা। আর সেটা যদি হয় ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল মহারণ, তাহলে তো কথাই নেই। ফুটবলবিশ্ব এখন সেই আকর্ষণীয় লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে আছে। ব্রাজিলের মিনেইরোর বেলো হরিজন্ট স্টেডিয়ামে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাই ফুটবলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফিরতি পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাকি আটটি দলও মাঠে নামছে। আজ দিবাগত রাত ২টা ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও চিলি। ম্যাচটি খেলতে পারছেন না কোপা আমেরিকা জয়ী চিলির অন্যতম সেরা তারকা এ্যালেক্সিস সানচেজ। শুক্রবার ভোর ৫টায় লড়বে উরুগুয়ে ও ইকুয়েডর। একইদিন ভোর সাড়ে ৫টায় দু’টি ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতা করবে ভেনিজুয়েলা-বলিভিয়া ও প্যারাগুয়ে-পেরু। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বী দলগুলো হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে ১৮টি করে ম্যাচ খেলার সুযোগ পায়। ইতোমধ্যে সবদেশ খেলে ফেলেছে ১০টি করে ম্যাচ। ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। ১৭ পয়েন্ট করে নিয়ে গোলগড়ে তিনে ইকুয়েডর ও চারে কলম্বিয়া। ১৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে চিলি। একই পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আর্জেন্টিনা। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্যারাগুয়ে। তাদের পয়েন্ট ১৫। আর্জেন্টিনা-ব্রাজিলের ধ্রুপদী ম্যাচটিতে সবাই মুখিয়ে আছেন দুই ক্লাব সতীর্থ লিওনেল মেসি ও নেইমারের দ্বৈরথ দেখার জন্য। গত বছর ১৩ নবেম্বর প্রথম লেগের ম্যাচটিতে নেইমার খেললেও ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি। যে কারণে নেইমার-মেসির লড়াই দেখা হয়নি ফুটবলবিশ্বের। এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে। ক্লাবের দুই সতীর্থ ও বন্ধু এবার নিজ নিজ দেশের পক্ষে লড়ার জন্য একে অপরের বিরুদ্ধে খেলবেন। আর্জেন্টিনার রাজধানীতে দু’দলের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। কঠিন সমীকরণ সামনে রেখে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে মাঠে নামার অপেক্ষায় দিয়াগো ম্যারাডোনার দেশ। ২০১৮ বিশ্বকাপে খেলতে হলে ব্রাজিল ও কলম্বিয়ার বিরুদ্ধে ভাল করার বিকল্প নেই দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। কিন্তু কাজটা যে সহজ হবে না সেটা অনুমিত। তবে অধিনায়ক ও সেরা তারকা মেসিকে ফিরে পেয়ে আশায় বুক বেঁধেছে আকাশী-সাদা জার্সিধারীরা। বাছাইপর্বে এ পর্যন্ত আর্জেন্টিনার খেলা ১০ ম্যাচের মধ্যে মেসি খেলেছেন মাত্র তিনটি। তিনটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে মেসিকে ছাড়া বাকি সাতটি ম্যাচে খেলতে নেমে আর্জেন্টিনা জিতেছে মাত্র একটিতে। হেরেছে দুটি ম্যাচে। ড্র করেছে চারটিতে। এ পরিসংখ্যানেই স্পষ্ট, মেসিকে ছাড়া কতটা বেহাল ম্যারাডোনার দেশ। সময়ের সেরা তারকা মেসিকে নিয়ে আর্জেন্টিনা ব্রাজিল বাধা টপকাতে চাইলেও সেটা সহজ হবে না বলেই মনে হচ্ছে। কেননা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরাও জয় ছাড়া কিছু ভাবছে না। তাছাড়া মেসিকে আটকানোর সবরকম কৌশলও কষে ফেলেছে কোচ টিটের দল। ক্লাব বার্সিলোনায় একসঙ্গে দীর্ঘদিন মেসির সঙ্গে খেলেছেন ব্রাজিলের দানিয়েল আলভেজ। স্বাভাবিকভাবেই মেসির নাড়িনক্ষত্র জানা ব্রাজিলিয়ান ডিফেন্ডারের। এ কারণেই বর্তমানে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে চলে যাওয়া আলভেজ মেসিকে ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন। আলভেজ বলেন, ফুটবলে ভয়ের অস্তিত্ব নেই। পারস্পরিক শ্রদ্ধা আছে। ব্যাপারটা একই রকম.... মেসি এবং আর্জেন্টিনা দলের প্রতি সবার শ্রদ্ধা আছে। একইভাবে আমি বিশ্বাস করি, আমাদের খেলোয়াড় ও আমাদের জাতীয় দলের জন্য সবার শ্রদ্ধা আছে। ভাল ম্যাচের প্রতিশ্রুতি দিয়ে আলভেজ আরও বলেন, আমরা একটা ভাল ম্যাচ খেলতে যাচ্ছি এবং প্রতিযোগিতায় নিজেদের উন্নতির ধারা ধরে রাখতে যাচ্ছি। প্রতিপক্ষ কে, সেটা বিষয় নয়। মেসিকে আটকানোর কৌশলও জানে ব্রাজিল! দলটির মিডফিল্ডার রেনাটো অগাস্টো জানিয়েছেন, মেসিকে অচল করে দেয়ার সব ছকই কাটা হয়ে গেছে আমাদের। বেলো হরিজন্টের এই মাঠেই ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। দুঃসহ সেই স্মৃতি মনে রেখে ব্রাজিল কোচ টিটে বলেন, অবশ্যই এখানে ফেরাটা আমাদের সবাইকে এখনও ছুঁয়ে যায়। এমনকি যারা সেদিন খেলেনি, তাদেরও। কিন্তু সবধরনের পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হবে, সেটা আমাদের শিখতে হবে। যেটা হয়ে গেছে, সেটা আমরা পরিবর্তন করতে যাচ্ছি না। কিন্তু এবার আমরা ভাল ভাবমূর্তি রেখে যেতে পারি। দারুণ একটি দলের (আর্জেন্টিনা) বিরুদ্ধে ম্যাচটি আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ। এখন পর্যন্ত দুই দলের ১০২ মুখোমুখিতে ব্রাজিল জিতেছে ৩৯টি, আর্জেন্টিনা ৩৭টি। ২৬টি ম্যাচ ড্র হয়। বিশ্বকাপ বাছাইয়েও এগিয়ে সেলেসাওরা। ৭টি ম্যাচের ৩টি জিতেছে ব্রাজিল, আর্জেন্টিনা ২টি। ২টি ম্যাচ ড্র হয়। ফিফা র‌্যাঙ্কিংয়ে অবশ্য সবদেশের থেকে এগিয়ে আর্জেন্টিনা। তারা এক নম্বরে। ব্রাজিল আছে তিন নম্বরে।
×