ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে ইউপি চেয়ারম্যানের মূল ঘাতক মুন্না অস্ত্রসহ গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৭, ১০ নভেম্বর ২০১৬

জয়পুরহাটে ইউপি চেয়ারম্যানের মূল ঘাতক মুন্না অস্ত্রসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ জয়পুরহাটের ভাদশা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদের মূল হত্যাকারী মুন্না পারভেজ ঢাকা থেকে অস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর তুরাগ থানা এলাকার রানাভোলা থেকে হত্যাকারী পারভেজ (২৮) ২ রাউন্ড তাজা বুলেট ও একটি পিস্তলসহ গ্রেফতার হয়। তার পিতার নাম মোঃ মাহমুদ মৃধা। বাড়ি জয়পুরহাট জেলা সদরের নুরপুরের মৃধাপাড়ায়। গ্রেফতারকৃত পারভেজের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ৪ জুন জয়পুরহাট জেলার সদর উপজেলার ভাদশা ইউনিয়নের আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হওয়া চেয়ারম্যান আবুল কালাম আজাদ সন্ত্রাসী হামলায় আহত হন। তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতের পাশাপাশি গুলি করা হয়। গত ১২ জুন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জয়পুরহাট থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার দিন দুর্গাদহ বাজারের কাছে চেয়ারম্যান হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেফতারকৃত মুন্না পারভেজ, তার সহযোগী মুনির, নাজিমসহ অন্য হত্যাকা-ের ছক তৈরি করে। নতুন চেয়ারম্যানকে হত্যার জন্য সাবেক চেয়ারম্যান হাতেম তাদের দুই লাখ টাকা দেয়। পরিকল্পনা মোতাবেক মুন্না (২৮) ও সৈকত (২৫) চেয়ারম্যানের ওপর নজর রাখতে থাকে। রাত সোয়া নয়টার দিকে মোটরসাইকেলযোগে গোপালপুর বাজার অতিক্রম করার সময় আসামি সাইফুল (২৮), মুন্না পারভেজ (২৮), মোঃ নাজিম, সোহেল (৩২), মোঃ সৈকত (২৫), মোঃ রাজু (২৩), মোঃ সাইফুল (২৮) ও মোঃ হাকিম (২৮) হামলা চালায়। পালানোর চেষ্টা করলে চেয়ারম্যানকে গ্রেফতারকৃত মুন্না ও নাজিম নামে আরেক আসামি গুলি করে। ওই সময় গুলিতে আহত হন নয়ন। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত পারভেজ নিজেকে একই ইউনিয়নের মেম্বার হিসেবে দাবি করছে। মুন্নার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকা- চালানো এবং নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। আধিপত্য বিস্তার ও নির্বাচনকেন্দ্রিক সহিংসতার সূত্র ধরে নবনির্বাচিত চেয়ারম্যানকে হত্যা করা হয় বলে জানা গেছে।
×