ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

আর্মি স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব

প্রকাশিত: ০৫:৫৪, ১০ নভেম্বর ২০১৬

আর্মি স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব

স্টাফ রিপোর্টার ॥ দেশ-বিদেশের খ্যাতিমান লোকসঙ্গীত শিল্পীদের কণ্ঠে লোকজ গানে আজ বৃহস্পতিবার থেকে মুখরিত হয়ে উঠবে রাজধানীর আর্মি স্টেডিয়াম। শতাধিক শিল্পীর সমাগম ঘটবে এ সঙ্গীতাসরে। সন্ধ্যা ছয়টায় পর্দা উঠবে এ বছরের ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসবের। নিবন্ধনকৃত শ্রোতাদের জন্য উন্মুক্ত এ উৎসব সন্ধ্যা ৬টায় শুরু হয়ে প্রতিদিন চলবে রাত ১২টা পর্যন্ত। ১২ নবেম্বর পর্যন্ত চলবে তিন দিনের এ উৎসব। দ্বিতীয়বারের মতো মেরিল নিবেদিত ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের আয়োজক সান ইভেন্টস। সহযোগিতায় রয়েছে গ্রামীণফোনের জিপি মিউজিক, ঢাকা ব্যাংক ও মাইক্রোসফট। উদ্বোধনী দিনে অংশ নেবেন তিন দেশের লোকসঙ্গীত শিল্পী। গত আসরের মতো এবারও প্রথম দিনেই শ্রোতাদের মন রাঙ্গাবেন এদেশের তুমুল জনপ্রিয় লোকগানের শিল্পী মমতাজ। দেশের শিল্পীদের মধ্যে আরও থাকছেন আব্দুর রহমান বাউল ও টুনটুন বাউল। যুক্তরাজ্যের সিমন থ্যাকার’স শুভ্র-কান্তির সঙ্গে যুগলবন্দীতে অংশ নেবেন বাংলাদেশের ফরিদা ইয়াসমিন ও ভারতের রাজু দাশ বাউল। শোনা যাবে পাকিস্তানের লোকসঙ্গীত শিল্পী জাভেদ বশিরের গান। উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার শ্রোতারা উপভোগ করবেন চার দেশের লোকসঙ্গীত শিল্পীদের সুরের মূর্ছনা। দেশের শিল্পীদের মধ্যে পরিবেশনায় অংশ নেবেন শফি ম-ল, লাবিক কামাল গৌরব, লতিফ সরকার ও জালাল। এদিনের আয়োজনে থাকবে কানাডার শিল্পী প্রসাদের পরিবেশনা। গাইবেন ভারতীয় লোকসঙ্গীত ও সুফী সঙ্গীতের মিশেলে নিজস্ব ধারা গড়া শিল্পী কৈলাস খের। শোনা যাবে লোকগাননির্ভর ভারতীয় ব্যান্ডদল ইন্ডিয়ান ওশেনের পরিবেশনা। এছাড়াও থাকবে স্পেনের মিউজিক্যাল গ্রুপ কারেন লুগো এ্যান্ড রিকার্ডো মোরোর পরিবেশনা। উৎসবের শেষ দিন শনিবার দেশের শিল্পীদের মধ্যে পরিবেশনায় অংশ নেবেন বারী সিদ্দিকী, ইসলামউদ্দিন কিস্্সাকার, সুনীল কর্মকার এবং লোকগানের দল তাপস এ্যান্ড ফ্রেন্ডস। থাকবে ভারতের নুরান সিস্টার্সের পরিবেশনা। শোনা যাবে যুক্তরাজ্যের স্যাম মিলস ও সুশীলা রমনের যৌথ পরিবেশনা। ভারতের পবন দাস বাউলের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে লোকসঙ্গীতের এ মহা উৎসব। উৎসবে অংশগ্রহণের জন্য শ্রোতাদের নিবন্ধন কার্যক্রম শেষ হয় ৫ নবেম্বর। উৎসব উপভোগ করতে হলে এবার শ্রোতাদের বেশ কিছু শর্ত অনুসরণ করতে হবে। ভেন্যুতে প্রবেশের সময় ই-টিকেট দেখাতে হবে। প্রত্যেককে যে কোন প্রকার ছবিসম্বলিত শনাক্তকরণ পরিচয়পত্র রাখতে হবে। কোন ধরনের ব্যাগ নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না। অনুষ্ঠানস্থল থেকে একবার বের হলে আর ভেতরে প্রবেশ করা যাবে না। বাইরে থেকে আনা খাবার কিংবা পানীয় নিয়ে প্রবেশ করা যাবে না। খাবারের জন্য নির্দিষ্ট স্থানে ফুড কোর্ট থাকবে। এছাড়া ভেন্যুতে বিনামূল্যে বিশুদ্ধ পানি পাওয়া যাবে। ‘আগে আসলে আগে পাওয়া যাবে’ ভিত্তিতে আসন বন্টন করা হবে। গাড়ি পার্কিংয়ের কোন ব্যবস্থা থাকবে না। সুবিধা হিসেবে শ্রোতাদের জন্য অনুষ্ঠান শেষে আর্মি স্টেডিয়াম থেকে গন্তব্যে পৌঁছানোর জন্য বাসের ব্যবস্থা থাকবে। শচীন দেববর্মণ সঙ্গীত উৎসব শুরু হচ্ছে কাল ॥ কিংবদন্তী সঙ্গীতশিল্পী শচীন দেববর্মণ স্মরণে উৎসবের আয়োজন করছে সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা। রাজধানীর শাহবাগের গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর ও ভারতের সাংস্কৃতিক সংগঠন ‘নবনালন্দা’র অধ্যক্ষ অরিজিৎ মিত্র। সভাপতিত্ব করবেন শচীন দেববর্মণ সঙ্গীত ও নৃত্য উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ। উৎসব চলবে ১৩ নবেম্বর পর্যন্ত। এ উৎসবের প্রথম দুই দিনের আয়োজনে থাকবে সঙ্গীত আর শেষ দিনের আয়োজনে রয়েছে নৃত্য। বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের সঙ্গে থাকছে ভারতের শিল্পীরাও। বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই সূচী জানানো হয়। এতে শচীন দেববর্মণ সঙ্গীত উৎসব ও নৃত্যসন্ধ্যা পর্ষদের পক্ষে লিখিত বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আবুল ফারাহ্্ পলাশ। ১৪ তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৩ ডিসেম্বর ॥ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের ১৪তম আসর বসছে আগামী ৩ ডিসেম্বর থেকে। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত ৮ দিনের এ আয়োজনে জমা পড়েছে দেশ-বিদেশের মোট ২ হাজার ৫৬৭টি চলচ্চিত্র। সেখান থেকে ১০৮টি দেশের পাঁচশতাধিক চলচ্চিত্র এতে প্রদর্শিত হবে। রাজধানীর শাহবাগেরে সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন এবারের উৎসবের মূল ভেন্যু। এছাড়াও জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও সুফিয়া কামাল মিলনায়তন এবং শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শিত হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বুধবার সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানান উৎসব পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানী।
×