ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাচে চীনের বিশ্ব রেকর্ড

প্রকাশিত: ০৫:৫০, ১০ নভেম্বর ২০১৬

নাচে চীনের বিশ্ব রেকর্ড

বিভিন্ন স্থানে বৃহৎ আকারে নৃত্য পরিবেশনের (মাল্টিপল সাইট লার্জ স্কেল ড্যান্সিং) রেকর্ড ভাঙতে ৫০ হাজারের বেশি নৃত্যশিল্পী চীনের ১৪টি নগরীতে একই সময়ে নৃত্য পরিবেশন করেছে। রবিবারের এই অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, মোট ৫০ হাজার ৮৫ জন সাংহাই, শিয়ান, ঝেংঝু, চংকিং ও শেনঝেনসহ ১৪টি নগরীতে একই সময়ে নৃত্য পরিবেশন করে। নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণকারীরা সবাই লাল রঙের পোশাক পরিধান করেন। তবে কিছু নগরীতে নৃত্যশিল্পীরা আর্দ্র আবহাওয়া থেকে নিজেদের সুরক্ষা দিতে স্বচ্ছ রেইনকোট পরেন। আয়োজকরা জানান, এই অনুষ্ঠান নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন কর্মকর্তা নিশ্চিত করেন, এই নৃত্য পরিবেশন ছিল আনুষ্ঠানিক প্রচেষ্টা এবং তারা প্রমাণ পর্যালোচনা করছেন এবং তাদের নিয়ম অনুযায়ী চূড়ান্ত অনুমোদন দিতে অপেক্ষা করছেন। এর আগের রেকর্ডটিও চীনের দখলে ছিল। ২০১৬ সালে ২১ মে ছয়টি চীনা নগরীতে ৩১ হাজার ৬৯৭ জন নৃত্যশিল্পী একই সময়ে নৃত্য পরিবেশন করেন। -ইফপিআই
×