ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিনিধি পরিষদ ও সিনেটেও জয়ী রিপাবলিকানরা

প্রকাশিত: ০৫:৫০, ১০ নভেম্বর ২০১৬

প্রতিনিধি পরিষদ ও সিনেটেও জয়ী রিপাবলিকানরা

জনকণ্ঠ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট পদ ছাড়াও মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটেও রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচনের ফলাফলে দেখা যায় প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫ আসনের মধ্যে রিপাবলিকানরা ২৩৫ আসনে জয়ী হয়েছে। আর ডেমোক্র্যাট দল পেয়েছে ১৭৬ আসন। অপরদিকে সিনেটের মোট একশ’ আসনের মধ্যে রিপাবলিকানরা ৫১টি ও ডেমোক্র্যাটরা ৪৭টি আসনে জয় পেয়েছে। খবর এএফপির। ডোনাল্ড ট্রাম্পের আমলে অর্থনীতিতে ধস মারাত্মক আকার ধারণ করতে পারে এবং তা বিস্তৃত হয়ে বিশ্ব অর্থনৈতিক মন্দায় নিমজ্জিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। বুধবার নিউইয়র্ক টাইমস-এর মতামত পাতায় ক্রুগম্যানের কলাম প্রকাশ পায়। সেখানে তিনি ট্রাম্পকে যাবতীয় প্রতিকূল পরিস্থিতির জনক বলে আখ্যা দেন। ক্রুগম্যানের অনুমান, অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে গত আট বছরে বিশ্ববাজারে যে অগ্রগতি হয়েছে, ট্রাম্প প্রশাসন দ্রুতই সেখান থেকে পিছিয়ে পড়তে শুরু করবে। তিনি লেখেন, যে কোন পরিস্থিতিতে বিশ্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশে এমন একজন দায়িত্বজ্ঞানহীন ও অজ্ঞ মানুষকে বসানো, যিনি ভুল লোকের পরামর্শ গ্রহণ করেন, সেটি ভবিষ্যতের জন্য খুবই খারাপ খবর।
×