ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সকল আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার অঙ্গীকার ট্রাম্পের

প্রকাশিত: ০৫:৪৮, ১০ নভেম্বর ২০১৬

সকল আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার অঙ্গীকার ট্রাম্পের

জনকণ্ঠ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প সকল আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার অঙ্গীকার করেছেন। নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশে দেয়া বিজয়ী ভাষণে ট্রাম্প এ অঙ্গীকার করেন। খবর এএফপির। বক্তব্যের শুরুতে তিনি বিনয়ী কণ্ঠে সবাইকে ধন্যবাদ জানান। ভাষণে তিনি বলেন, কিছুক্ষণ আগে তিনি তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের কাছ থেকে ফোন পেয়েছেন। হিলারি এ নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন। ট্রাম্প বলেন, নির্বাচনে জয়ের জন্য হিলারি আমাকে অভিনন্দন জানিয়েছেন। পরাজয় মেনে নেয়ায় তিনিও হিলারিকে ধন্যবাদ জানান। ধনকুবের ট্রাম্প আরও বলেন, এ নির্বাচনে তার জয় মোটেও সহজ ছিল না। অনেক কষ্টের বিনিময়ে তার এ বিজয়। নির্বাচনী প্রচারকালে ট্রাম্পের বিরুদ্ধে বিভেদ সৃষ্টির অনেক অভিযোগ ওঠে। এ নিয়ে তিনি কঠোরভাবে সমালোচিতও হন। সেই ট্রাম্প তার বিজয় ভাষণে ঐক্যের ডাক দেন। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য ঐক্যের সময়।’ যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব। এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সকলের সঙ্গে সমান আচরণের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প আরও বলেন, তিনি আমেরিকাকে ঐক্যবদ্ধ করবেন। মার্কিনীদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমরা শীঘ্রই আমেরিকান জনগণের জন্যে কাজ শুরু করব। আপনারা আপনাদের প্রেসিডেন্ট নিয়ে গর্বিত হবেন।
×