ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাংবাদিক হত্যাচেষ্টা

আসামির রিমান্ড নামঞ্জুর

প্রকাশিত: ০৪:২৪, ১০ নভেম্বর ২০১৬

আসামির রিমান্ড নামঞ্জুর

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর চকবাজারে যমুনা টিভির দুই সাংবাদিককে মারধর এবং পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতারকৃত হাবিবুর রহমান নামে এক আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বেলা একটায় হাবিবুর রহমানকে চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই এসএম জাকির হোসেন সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার ইয়াসমিন শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আটক অভি ও শাওন হাওলাদার নামে আরও দুই আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। গত ৬ নবেম্বর যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান এবং ক্যামেরাম্যান শাহীন আলম চকবাজার থানার ৩০ নং দেবীদাস ঘাটে অবৈধ পলিথিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালিয়ে বিভিন্ন স্থানে জখম, ক্যামেরা ভাংচুর, খুন করার উদ্দেশ্যে তাদের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। ওই ঘটনায় ওইদিনই চকবাজার থাকায় শাকিল হাসান মামলা করেন। মামলায় প্রতিষ্ঠানটির মালিক জব্বার ও রহিমসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়। মোরশেদ খানসহ তিনজনকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের স্টাফ রিপোর্টার ॥ অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের অনুলিপি পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে (সিনিয়র স্পেশাল জজ আদালত) আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া মামলা পুনঃতদন্তেরও অনুমতি দেয়া হয়েছে দুদককে। পাশাপাশি হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তাদের যে এ্যাকাউন্ট জব্দ ছিল তা ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত জব্দই থাকবে বলে রায় দিয়েছেন আদালত। ওই এ্যাকাউন্টে ১৬ মিলিয়ন হংকং ডলার রয়েছে বলে জানা গেছে। এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম জহিরুল হক ও সহকারী এ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান। আশঙ্কা নেই এক ইরানী নারী বুধবার তেহরানে সাবেক মার্কিন দূতাবাসের দেয়ালে আঁকা ম্যুরালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। দেশটির জনগণের আশঙ্কা, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পাল্টে যেতে পারে। তবে প্রেসিডেন্ট হাসান রুহানি সে আশঙ্কা নাকচ করে দিয়েছেন। -এএফপি শান্তিরক্ষীদের চিকিৎসাসেবা সুদানের দারফুরের জাতিসংঘ মিশনে বাংলাদেশী শান্তিরক্ষী কন্টিনজেন্ট ফোর্স রিজার্ভ কোম্পানি-২-এর তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালনায় দারফুরের এল- জেনিনায় শরণার্থী শিবিরে সম্প্রতি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী ঐ কার্যক্রমে ৫ শতাধিক অসহায় দুস্থদের বিনামূল্যে ইসিজি ও শর্করা পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা করার পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়। -ধাইএসপিআর
×