ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তামাকপণ্যের সতর্কবাণী প্রচারে বাংলাদেশের অবস্থান ৫৭তম

প্রকাশিত: ০৪:২২, ১০ নভেম্বর ২০১৬

তামাকপণ্যের সতর্কবাণী প্রচারে বাংলাদেশের অবস্থান ৫৭তম

অর্থনৈতিক রিপোর্টার ॥ তামাক পণ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবানী প্রচারে বাংলাদেশের অবস্থান এখন ৫৭তম। কানাডিয়ান ক্যান্সার সোসাইটি সারা বিশ্বে তামাকপণ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণী প্রদানের অবস্থা নিয়ে তাদের ৫ম প্রতিবেদন ২০১৬ প্রকাশ করেছে। এই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান এখন সারাবিশ্বে ৫৭তম। ২০১৪ সালে প্রকাশিত ৪র্থ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ১১০তম। প্রতিবেদনে ২০৫টি দেশের তথ্য উপস্থাপন করা হয়েছে যেখানে ১৫২টি দেশ তামাকপণ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তা প্রদান করছে। এরমধ্যে বাংলাদেশসহ ১০৫টি দেশ তামাকপণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ বাধ্যতামূলক করেছে। বাংলাদেশে বর্তমানে মোড়কের উভয় পার্শ্বের ৫০ শতাংশ জায়গাজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ চালু রয়েছে। সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান এগিয়ে আসলেও দক্ষিণ পূর্ব এশিয় দেশ বিশেষ করে নেপাল, ভারত, থাইল্যান্ড এবং শ্রীলংকা’র তুলনায় বাংলাদেশের অবস্থান এখনও অনেক নিচে। লক্ষ্মীপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন ‘সবার জন্য সব সময়’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর ১৫৬তম শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের গেঞ্জি হাটা রোডে অবস্থিত মিরাজ টাওয়ারে ব্যাংকটির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি সৈয়দ হাবিব হাসনাত, ডিএমডি আবুল খায়ের মোস্তফা, শাখা ব্যবস্থাপক তানভীর হোসেন চৌধুরী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আমানত সংগ্রহ ও বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। বিশেষ করে এ অঞ্চলে কৃষিতে বিনিয়োগ ও স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুদ্র ঋৃণের আওতায় বিনিয়োগের মাধ্যমে মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে ব্যাংকটি কাজ করবে। -নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর বরিশালে গ্রামীণ ফোনের দুরন্ত উপহার উৎসব গ্রামীণ ফোনের দুরন্ত-৩ উপহার উৎসব উপলক্ষে ১২৪ জন ফ্লেক্সিলোড ব্যবসায়ীদের (রিটেইলার) মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলার গৌরনদী থানা সংলগ্ন তিনবেলা বাংলা ও চাইনিজ রেস্তরাঁর হলরুমে সোমবার দুপুরে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার রিটেইলারদের মাঝে বর্ণাঢ্য উৎসবের মাধ্যমে দুই লাখ টাকার পুরস্কার বিতরণ করা হয়। গ্রামীণ ফোনের টেরিটরি ম্যানেজার মোঃ জাবিদ হোসেনের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের গৌরনদী শাখার ম্যানেজার খন্দকার আতিক সালেহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহকারী ম্যানেজার জিয়ারত হোসেন। বক্তব্য রাখেন গ্রামীণ ফোনের ডিস্ট্রিবিউশন ম্যানেজার মোঃ শামীম বিশ্বাস, ডিস্ট্রিবিউশন সুপারভাইজার মোঃ জসিম উদ্দিন, সুমন সাহা, ইউপি সদস্য মোঃ শাহাদাত হাওলাদার প্রমূখ। -স্টাফ রিপোর্টার, বরিশাল
×