ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় ফার্নিচার মেলা শুরু

প্রকাশিত: ০৪:২১, ১০ নভেম্বর ২০১৬

মাগুরায় ফার্নিচার মেলা শুরু

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় পক্ষকালব্যাপী (১৫ দিন) ফার্নিচার মেলা শুরু হয়েছে। মাগুরা শহরের নতুন বাজার বটতলা এলাকায় এ মেলা বুধবার শুরু হয়েছে। কাত্যায়নী পূজা উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়ে থাকে। কাত্যায়নী পূজা উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর। মেলায় কোটি টাকার ফার্নিচার বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া কম্বল, গরম কাপড়, ক্রোকারিজসামগ্রী, কসমেটিকসসহ নানা পণ্য এসেছে মেলায়। পুরোদমে বেচাকেনা শুরু হবে শুক্রবার থেকে। মেলায় ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, মাগুরা, সাতক্ষীরা, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসেন ফার্নিচার নিয়ে। খাট, পালঙ্ক, ডেসিং টেবিল, ওয়্যারড্রপ, শোকেসসহ নানা ধরনের ফার্নিচার এসেছে বিক্রির জন্য। দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার নাগালে। খাট ও পালঙ্ক খাট ৫ হাজার থেকে ২০ হাজার টাকা, ড্রেসিং টেবিল ৪ হাজার থেকে ১০ হাজার টাকা, শোকেস ৪ হাজার থেকে ১০ হাজার টাকা, ওয়্যারড্রপ ৮ হাজার থেকে ২০ টাকার মধ্যে দাম রয়েছে। বিক্রেতারা জানান, মেলায় আগত ফার্নিচারের গুণগতমান ভাল ও দাম কম। কাঠও খারাপ না। বাজার থেকে দাম অনেক কম। সব শ্রেণীর ক্রেতা এখান থেকে ফার্নিচার ক্রয় করেন। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ বেশি ক্রয় করেন। মেলায় কোটি টাকার ফার্নিচার বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। এ মেলার জন্য অনেকে সারাবছর অপেক্ষায় থাকেন ফার্নিচার ক্রয় করার জন্য। অনেক ব্যবসায়ী ফার্নিচার তৈরি করে এনেছেন আবার অনেকে তৈরি করে এনে এখানে রং করছেন। এছাড়া কম্বল, গরম কাপড়, ক্রোকারিজসামগ্রী, কসমেটিকসসহ নানা পণ্য এসেছে মেলায়। শীতে ওয়ালটনের অর্ধশতাধিক মডেলের হোম এ্যাপ্লায়েন্সেস অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের শীর্ষ ইলেক্ট্র্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন এবারের শীতে ক্রেতাদের জন্য প্রস্তুত রাখছে অর্ধশতাধিক মডেলের হোম এ্যাপ্লায়েন্সেস। শীতকালে সাধারণত ঘর গৃহস্থালির কাজে বিভিন্ন ধরনের ইলেক্ট্র্রনিক্স এ্যাপ্লায়েন্স দরকার হয়। সব মিলিয়ে এই সময়টায় হোম এ্যাপ্লায়েন্সের চাহিদাও থাকে বেশি। জীবনযাত্রার মান বাড়ায় এসব পণ্যের স্বাভাবিক চাহিদাও দিন দিন বাড়ছে। ওয়ালটন সূত্র মতে, ২০১৫ সালের নবেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত তিন মাসে ২০১৪ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি হোম এ্যাপ্লায়েন্সেস বিক্রি হয়েছে। এ বছরেও শীতকালীন ইলেক্ট্রনিক্স হোম এ্যাপ্লায়েন্সের সিংহভাগ বাজার নিজেদের দখলে নেয়ার টার্গেট নিয়েছে ওয়ালটন। লক্ষ্যমাত্রা পূরণে কয়েক মাস আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে তারা। ঢেলে সাজানো হয়েছে মজুদ ব্যবস্থাপনা ও বিপণন কৌশল। ইতোমধ্যে, ওয়ালটন প্লাজা ও দেশের অন্য আউটলেটগুলোতে গড়ে তোলা হয়েছে পণ্যের পর্যাপ্ত মজুদ। কর্র্তৃপক্ষ জানায়, এখন বাজারে রয়েছে ওয়ালটনের অর্ধশতাধিক মডেলের হোম এ্যাপ্লায়েন্সেস।
×