ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোনালী ব্যাংকের নতুন তিন জিএম

প্রকাশিত: ০৪:২১, ১০ নভেম্বর ২০১৬

সোনালী ব্যাংকের নতুন তিন জিএম

ডক্টর রশিদ আহমেদ সম্প্রতি জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করে সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। এর অব্যাবহিত পূর্বে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের কমন সার্ভিসেস ডিভিশনে ডিজিএম হিসেবে কর্মরত ছিলেন। মোঃ শামীমুল হক সম্প্রতি রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। পদোন্নতির পূর্বে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের ইনফর্মেশন টেকনোলজি ডিভিশন-১-এ ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে প্রাণিবিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ১৯৮৪ সালে সিনিয়র অফিসার পদে সোনালী ব্যাংকে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। মোঃ মতিউর রহমান সম্প্রতি জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করে সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার্স অফিস, ফরিদপুর এর দায়িত্বভার গ্রহণ করেছেন। এর অব্যাবহিত পূর্বে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যলয়ের সাধারণ ঋণ বিভাগের ডিজিএম হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে এম কম ডিগ্রী অর্জন করেন। ১৯৮৪ সালে ফিন্যান্সিয়াল এনালিস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে সোনালী ব্যাংকে যোগদান করেন। -বিজ্ঞপ্তি ‘বিক্রয় অনলাইন মেলায়’ ৬৫ শতাংশ মূল্য ছাড় অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডটকম গ্রাহকদের জন্য অনলাইন শপিং ফেস্টিভ্যাল ‘ব্রিক্রয় অনলাইন মেলা’ আয়োজন করতে যাচ্ছে। ১০ নবেম্বর থেকে টানা তিন দিনব্যাপী এ মেলা চলবে। মেলায় গ্রাহকদের জন্য থাকবে ৬৫ শতাংশ পর্যন্ত দারুণ ছাড়। মঙ্গলবার প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তুলতে এ্যাপল, স্যামসাং, এইচটিসি, মাইক্রোসফট, আসুস, ডেলসহ বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের পাশাপাশি থাকছে মোবাইল ফোন, ল্যাপটপ, নোটবুক, ঘড়ি, টেলিভিশন, পোশাক, হেয়ারকেয়ার এবং ফ্যাশন প্রোডাক্টের বিশাল সমাহার। নির্ধারিত পণ্যগুলো পাওয়া যাবে বিক্রয় ডটকম এর অনলাইন শপ-এ (wjsK:ww w.bikroy.com/ BikroyOnlineMela)। ক্রেতারা ‘ইুঁ ঘড়’ি অপশনে কিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে কোন ঝামেলা ছাড়াই পণ্যগুলো অর্ডার ও কাড়িক্ষত ঠিকানায় ডেলিভারি নিতে পারবেন। পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করতে পারবেন।
×