ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:১৭, ১০ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজার বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে। উভয় বাজারেই সকাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলের নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্ব বাজারেও সকাল থেকেই সূচকের বড় ধরনের দরপতন দেখা গেছে। শুরুতে বাংলাদেশের বাজার ইতিবাচক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের পতন ঘটতে থাকে। দিনশেষে নেতিবাচক প্রবণতাতেই লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫৫৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮৮ কোটি ৭৪ লাখ টাকা কম লেনদেন। মঙ্গলবার ডিএসইতে ৬৪৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৭১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, কনফিডেন্ট সিমেন্ট, শাশা ডেনিমস, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, ফরচুন সুজ, গোল্ডেন হার্ভেস্ট, পাওয়ার গ্রীড ও পেনিনসুলা চট্টগ্রাম। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : কোহিনূর কেমিক্যাল, গোল্ডেন হার্ভেস্ট, স্টাইল ক্রাফট, প্যারামাউন্ট টেক্সটাইল, জেমিনি সী ফুড, ন্যাশনাল হাউজিং, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও আমরা টেক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : একটিভ ফাইন, এএফসি এ্যাগ্রো, বিডি অটো, শ্যামপুর সুগার, ফাইন ফুডস, আইটিসি, সিভিও পেট্রো কেমিক্যাল, দুলামিয়া কটন, ইভিন্স টেক্সটাইল ও ঝিল বাংলা সুগার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, হিডেলবার্গ সিমেন্ট, আরএকে সিরামিক, ওরিয়ন ইনফিউশন, এসিআই, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, পেনিনসুলা চট্টগ্রাম, ফরচুন সুজ ও লাফার্জ সুরমা সিমেন্ট।
×