ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৭, ১০ নভেম্বর ২০১৬

টুকরো খবর

যৌন হয়রানি ॥ পুলিশের কারাদণ্ড নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৯ নবেম্বর ॥ দৌলতপুরে ছালমা খাতুন (১৪) নামে মথুরাপুর এলাকার এক জেএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে আলাউদ্দিন (২২) নামে এক জেল পুলিশের দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে খাস মথুরাপুর হাইস্কুল কেন্দ্রে তাকে এ দণ্ড দেয়া হয়। আদালত সূত্র জানায়, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর চরকান্দিপাড়া গ্রামের মৃত জামাল মণ্ডলের ছেলে আলাউদ্দিন ঘটনার দিন দুপুর ১টার দিকে খাস মথুরাপুর কেন্দ্র থেকে জেএসসি পরীক্ষার্থী ছালমা খাতুনকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই পরীক্ষার্থী যেতে রাজি না হলে তাকে চপেটাঘাত করলে তা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত পুলিশ আলাউদ্দিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দণ্ডবিধি ৫০৯ ধারায় জেল পুলিশ আলাউদ্দিনের দুই মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। দুই জেলেকে পিটিয়ে জখম সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ৯ নবেম্বর ॥ জাটকা ইলিশ নিধন করার প্রতিবাদ করায় দুই জেলেকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। তাদের পাথরঘাটা হাসপাতাল থেকে রেফার করা হলে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন অতিবাহিত হলেও এখনও তাদের জ্ঞান ফেরেনি। বুধবার সন্ধ্যা ৬টার সময় পাথরঘাটা চরদুয়ানী ইউনিয়নের বলেশ্বর আবাসনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, গাববারিয়া গ্রামের আবুল হোসেন এবং তার ছেলে নাসির আকন। স্থানীয় প্রত্যক্ষদর্শী কাদের ব্যাপারী জানান, বুধবার সন্ধ্যার দিকে রহিম ও কাউসার বলেশ্বর নদী থেকে কারেন্ট জাল দিয়ে প্রচুর পরিমাণ জাটকা শিকার করে আবাসনের মৎস্যঘাটে নিয়ে আসে। আবুল হোসেন মাছ বাজারজাত করতে নিষেধ করেন। এতে রহিম ও কাউসার ক্ষিপ্ত হয়ে তাদের লোকজন নিয়ে আবুলকে মাটি কাটা কোদাল ও লাঠি দিয়ে পেটাতে থাকে। এ সময় আবুলের ছেলে বাবাকে বাঁচাতে এলে তাকেও জালের রশি দিয়ে বেঁধে পিটিয়ে এবং কুপিয়ে রক্তাক্ত জখম করে। চাঁপাইয়ে তিন অস্ত্র বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শেষ পর্যন্ত পুলিশ অবৈধ তিন অস্ত্র বিক্রেতাকে আটক করেছে। তারা দীর্ঘদিন ধরে শহরতলীর বটতলা হাটের কাছে বাড়িভাড়া নিয়ে ছাগলের খামার তৈরির আড়ালে অস্ত্র কেনাবেচা করে আসছিল। গত ২৪ অক্টোবর দুপুরে পুলিশ তালাবদ্ধ বাড়ি থেকে ২২টি বিদেশী পিস্তল, ৪৫টি ম্যাগজিন ও ১৩০ রাউন্ড গুলি উদ্ধার করে। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত থেকে নারীসহ তিনজনকে আটক করে পুলিশ। তারা ভারতে পালিয়ে যেতে চেয়েছিল। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জ উপজেলার গোগালনগর গ্রামের তাহের উদ্দিনের ছেলে শাহ আলম, তার কথিত প্রেমিকা একই গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে নাহিদা খাতুন ও অপরজন রাজশাহী জেলার গোদাগাড়ী কাকন হাট গ্রামের আরশাদ আলীর ছেলে এন্তাজ। উল্লেখ্য পুলিশ ২২ পিস্তল ছাড়াও গত তিন মাসে ১৬টি রিভলবার, ৪২১ রাউন্ড গুলি, ৬০টি ককটেলসহ ১৬ হাজার ফেন্সিডিল, ৭৫ কেজি গাঁজা, ২৬৭ ইয়াবা, ৭৬ লিটার চোলাই মদ, ৫০ বোতল বিদেশী মদ ও ২৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করে। ২২ পিস্তলের মালিক অস্ত্র চোরাকারবারি শাহ আলম স্বীকার করে ছাগল পালনের আড়ালে অস্ত্র কেনাবেচা করছে আড়াই বছর ধরে। পুলিশ সব মিলিয়ে ২৫ মামলাসহ ৭৫ জনকে আটক করতে পেরেছে। শজিমে চার নতুন বিভাগ স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে আরও চারটি বিভাগ চালু হলো। এই হাসপাতালে এখন থেকে স্নায়ুরোগ, পরিপাকতন্ত্র, কিডনি ও লিভার রোগের বিশেষায়িত চিকিৎসা দেয়া হবে। চারটি নতুন ওয়ার্ডের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ৬০ রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই চিকিৎসা সেবা দেবেন। এতে এ অঞ্চলের রোগীরা কম খরচে পরীক্ষা-নিরীক্ষাসহ বিশেষায়িত চিকিৎসা সেবা পাবেন। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন চার বিভাগের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য কৃষিবিদ মোঃ আব্দুল মান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে এম মাসুদ আহমেদ। এতে আরও বক্তব্য রাখেন শজিমেক অধ্যক্ষ ডাঃ আহসান হাবিব, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ একে এম কামরুল আহসান, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ জাকির হোসেন, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন বগুড়া শাখার সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু, সাধারণ সম্পাদক ডাঃ রেজাউল আলম জুয়েল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া শাখার সাধারণ সম্পাদক ডাঃ সামির হোসেন মিশু, হাসপাতালের কিডনি রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ এহসানুল করিম, স্নায়ুরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ আসাফুদ্দৌলা, পরিপাকতন্ত্র বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মাকসুদুল আলম, লিভার বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সাদেকুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান প্রমুখ। এমপি আমজাদ হোসেন জামিন পেলেন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন বুধবার সকালে সিরাজগঞ্জের আদালত থেকে জামিন নিয়েছেন। সংসদ সদস্য গাজী ম. ম আমজাদ হোসেন মিলন সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত তাড়াশ) আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক শরিফুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। ভুয়া চিকিৎসকের লাখ টাকা জরিমানা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে আনিসুর রহমান আনিস নামে এক ভুয়া চিকিৎসক আটক করা হয় পরে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদ- প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে শহরের নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার-২ থেকে তাকে আটক করা হয়। এসব তথ্য দিয়ে ভ্রম্যমাণ আদালতের বিচারক লামিয়া সাইফুল জানান চিকিৎসক হিসেবে কোন প্রমাণ দিতে না পারায় তাকে আটক করা হয়। পরে এক লাখ টাকা জরিমানা করা হয়। ড্রেজার ভেঙ্গে দিল প্রশাসন নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৯ নবেম্বর ॥ কালকিনি উপজেলার পালরদি নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুটি অবৈধ ড্রেজার ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরের অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশন ভূমি শরিফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ ড্রেজার ভেঙ্গে দেয়া হয়। জানা গেছে, কোন নিয়মনীতি তোয়াক্কা না করে প্রশাসনকে কোন পাত্তা না দিয়ে ওই ড্রেজারগুলো পরিচালনা করে আসছিলেন কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেনের ছোট ভাই বেলায়েত হোসেন হাওলাদার। ভূমি তহশিলদার বেলায়েত হোসেন বলেন, ভেঙ্গে দেয়া ড্রেজারগুলো পৌর মেয়রের ভাই বেলায়েত হাওলাদার দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিল। উপবৃত্তির চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৯ নবেম্বর ॥ বুধবার সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সুদ মুক্ত ক্ষুদ্রঋণ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির প্রায় ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ক্ষুদ্রঋণ গ্রহীতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ। এ সময় ৪৬ ব্যক্তিকে সুদ মুক্ত ক্ষুদ্রঋণ, ৩১ প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি ও পাঁচ প্রতিবন্ধীর মাঝে প্রায় ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ লুট নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৯ নবেম্বর ॥ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ কেটে নিচ্ছে বনদস্যুরা। মঙ্গলবার রাতে আমতলী বন বিভাগের লোকজন ৪৮ ঘনফুট আকাশমণি গাছ উদ্ধার করেছে। জানা গেছে, উপজেলার উত্তর তক্তাবুনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দু’পাশে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। মঙ্গলবার রাতে একদল বনদস্যু চারটি বড় আকাশমণি গাছ কেটে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে আমতলী বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছে। তাদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পালিয়ে যায়। এ সময় তারা ১৭ পিস (৪৮ ঘনফুট) কাটা আকাশমণি গাছ উদ্ধার করেছে। বান্দরবানের রাজ পুন্যাহ ২১ ডিসেম্বর নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৯ নবেম্বর ॥ রাজকর আদায়ের উৎসব ১৩৯তম রাজ পুন্যাহ মেলা আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর মেলাকে ঘিরে জোরদার করা হবে নিরাপত্তা ব্যবস্থা। জানা গেছে, বান্দরবানের স্থানীয় রাজার মাঠে আগামী ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর তিন দিনব্যাপী হবে এ মেলা। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় প্রতিষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় নাশকতার আশঙ্কা থেকে এবার মেলা ক্লোজ সার্কিট ক্যামরার (সিসি ক্যামরা) আওতায় নিয়ে আসবে পুলিশ প্রশাসন। উক্ত মেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুরসহ সরকারের আরও এক মন্ত্রী যোগ দেয়ার কথা রয়েছে। মেলাকে ঘিরে জেলার ১১টি আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যম-িত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় পাহাড়ী-বাঙালীদের মিলনমেলায় পরিণত হয়, দেশী- বিদেশী পর্যটক ভিড় জমায় এ পর্যটন শহরে। আদিবাসী সম্প্রদায়ের প্রবীণ নেতা হিসেবে রাজার আশীর্বাদ পাওয়ার জন্য দুর্গম পাহাড়ী এলাকা থেকে পাহাড়ীরা রাজ দরবারে এসে ভিড় জমান। ফরিদপুরে প্রতিমা ভাংচুর নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৯ নবেম্বর ॥ নগরকান্দায় একটি পারিবারিক মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চরযশোরদী ইউনিয়নের ধর্মদী গ্রামের রতন শীলের বাড়ির কালীমন্দিরে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ ও নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । রতন শীলের ভাই পবিত্র শীল বলেন, ‘মঙ্গলবার রাত ২টার দিকে ১০-১২ জন লোক আমার ভাই রতন শীলের ঘরে হামলা চালায়। তারা দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন। রতনের আর্তচিৎকারে আমরা বাড়ির সবাই বের হলে এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ৩০ দিন পর অটো চালকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ অপহরণের ৩০ দিন পর র‌্যাব-১২ পুলিশের সহায়তায় বুধবার সকালে জয়নগর হাজীপাড়ার টাওয়ার লিচু বাগান থেকে অটো চালক শান্তর (১৮) মরদেহ উদ্ধার করেছে। র‌্যাব-১২ ও ঈশ্বরদী থানা সূত্র জানায়, গত ২০ অক্টোবর বিকেল ৪টায় শান্ত অটো নিয়ে নারিচার বাড়ি থেকে বের হয়। এর পর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। ৫ নবেম্বর শান্তর পিতা লুলু মোল্লা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত চলাকালে নারিচা এলাকা থেকে ইঞ্জিনবাদে পরিত্যক্তাবস্থায় অটোটিকে পাওয়া যায়। এদিকে শান্তকে না পেয়ে অটোচালক সমিতি মানববন্ধন সমাবেশ করে শান্তকে উদ্ধার ও আসামি গ্রেফতারের দাবি জানায়। এ অবস্থায় র‌্যাব-১২ তদন্ত ও মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে গত মঙ্গলবার রাতে ও বুধবার সকালে বিভিন্ন স্থান থেকে চার আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বরইচরার শাজাহান, চমন, জয়নগর বাবু পাড়ার শান্ত ও মিরকামারি দক্ষিণ পাড়ার রাজু। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হলে আসামিরা শান্ত অপহরণ, হত্যা ও হত্যার পর তার মরদেহ পুঁতে রাখার স্থানসহ বিস্তারিত তথ্য স্বীকার করে। আসামিদের স্বীকারোক্তি মোতাবেক বুধবার দুপুরে শান্তর লাশ উদ্ধার করা হয়। হবিগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৯ নবেম্বর ॥ হবিগঞ্জকে এবার অপরাধমুক্ত করতে ডাইরেক্ট এ্যাকশনে নামল পুলিশ। এরই অংশ হিসেবে বুধবার রাত ৩টার দিকে শহরতলীর মাছুলিয়া ব্রিজ সংলগ্ন খোয়াই নদীর পাড়ে পুলিশের সঙ্গে সশস্ত্র ডাকাত দলের ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে আলাল মিয়া (২৬) নামে এক ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়। নিহত ডাকাত আলাল সদর উপজেলাধীন সুলতানশী গ্রামের জনৈক রহমত আলীর পুত্র। এ ঘটনায় গুরুতর আহত হয় দুই এসআই সহ ৪ পুলিশ। তারা হলেন, সদর মডেল থানার এসআই মিজানুর রহমান, এসআই অরূপ কুমার চৌধুরী, কনস্টেবল ইয়াসিন ও কনস্টেবল কর্ণমনি। ডাকাতি করার প্রস্তুতি নেয়ার সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা গুলি চালায়। পুলিশ পাল্টা এ্যাকশনে গেলে শুরু হয় বন্দুকযুদ্ধ। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুর্ধর্ষ আলাল ডাকাত নিহত হয়। তবে তার অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। নরপশুদের কবলে এক তরুণী নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৯ নবেম্বর ॥ ছোয়াপুর গ্রামে এক অটো রিক্সা চালকের তরুণী কন্যাকে ধর্ষণ করেছে কয়েক নরপশু। জানা গেছে, বাহুবল উপজেলাধীন ওই গ্রামের অটোরিক্সা চালকের কন্যা মঙ্গলবার মধ্য রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে নিজ বাড়ি থেকে বের হয়। এ সময় ওঁৎ পেতে থাকা একই গ্রামের কয়েক যুবক তার মুখ চেপে ধরে ধানক্ষেতে নিয়ে যায়। একপর্যায়ে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে নরপশুরা পালিয়ে যায়। ডাক্তারী পরীক্ষার জন্য মেয়েটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। পিস্তলসহ গ্রেফতার ৪ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পৃথক অভিযান চালিয়ে পুলিশ পিস্তল ও মাদকসহ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- টাঙ্গাইল জেলা সদরের থানাপাড়া এলাকার রাসেল (২৫), রাজশাহীর চারঘাট টেঙ্গন এলাকার জসিম সরদার (২২), ভোলার বোরহান উদ্দিন থানার মধ্য পাঠাপাড়ার সালাহ উদ্দিন (৩০) ও নরসিংদী সদর থানার বাদুয়ারচর এলাকার দিপু (১৪)। পুলিশ বুধবার সংবাদ সম্মেলনে জানান, ডাকাতির প্রস্তুতিকালে মঙ্গলবার রাত দেড়টার দিকে টঙ্গীর পাগাড়ের টি আলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রাসেল ও দিপুকে আটক করা হয়। এ সময় রাসেলের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। সানোয়ারা বেভারেজকে ১০ লাখ টাকা জরিমানা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল দিয়ে আইসক্রিম প্রস্তুতের দায়ে চট্টগ্রামে সানোয়ারা ড্রিঙ্কস এ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার র‌্যাবের সহায়তায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ ১৪৫ কেজি স্ট্রভেরি ট্রপিং, এক কার্টন ড্রার্ক কম্পাউন্ড চকলেট ও ২০ কেজি হানি রিটেল ধ্বংস করা হয়। র‌্যাব সূত্রে জানানো হয়, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও শিল্প এলাকায় অবস্থিত সানোয়ারা ড্রিঙ্কস এ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজে আইসক্রিম তৈরিতে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করা হয়- এ তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। দ-িতরা হলেন সিনিয়র ম্যানেজার কায়েস এসএম হোসাইন, ম্যানেজার মোঃ আনোয়ারুল্লাহ, কর্মকর্তা শহীদুল্লাহ, হেলাল উদ্দিন ও আব্দুল্লাহ আল হাসান।
×