ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাদ্য বিতরণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৫, ১০ নভেম্বর ২০১৬

খাদ্য বিতরণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা ॥ খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীকে বিতর্কিত করতে কিছু ডিলার অনিয়ম ও দুর্নীতি করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যেই সারাদেশে ৬০ জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে, যার মধ্যে কিছু সরকারদলীয় লোকও রয়েছে। সারাদেশে সহায় সম্বলহীন ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায়। এ কর্মসূচীকে কোনভাবেই প্রশ্নবিদ্ধ করতে দেয়া হবে না। বুধবার সকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউস মিলনায়তনে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ বাস্তবায়নে জনসচেতনতা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, সরকারের নানামুখী উদ্যোগের কারণে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আগে বিদেশ থেকে খাদ্য আমদানি করা হতো। বর্তমানে খাদ্য রফতানি করা হচ্ছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবদুল ওয়াদুদ দারা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক, চট্টগ্রামের জেলা প্রশাসক শামসুল আরেফিন এবং প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা। শিখন কর্মশালা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ দক্ষতা, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইউপি চেয়ারম্যান, সচিব ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের নিয়ে এলজিএসপি-২ এর অর্থায়নে দুই দিন ব্যাপী দুই ব্যাচে চার দিনব্যপী পারস্পরিক শিখন কার্যক্রম ও শেয়ারিং কর্মসূচী শুরু হয়েছে। বুধবার জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস এ কর্মসূচীর উদ্বোধন করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন, পারস্পরিক শিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর সেলিম হোসেন ভূইয়া, উপসচিব শফিকুল ইসলাম, ডিএফ শ্যামল কুমার রায় প্রমুখ। ফেসবুক মেলা নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৯ নবেম্বর ॥ ফেসবুকের মাধ্যমে নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলায় দিনব্যাপী ফেসবুক মেলা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। মেলায় উপজেলা প্রশাসনের সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সেবা প্রদানে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সম্প্রতি মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম উপজেলার সমস্যাগ্রস্ত কয়েকজন মানুষের ফেসবুকে তুলে ধরা সমস্যা সমাধান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবা প্রদান কিভাবে করা যায়, বিষয়টি মেলায় কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।
×