ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঘুষ দিতে গিয়ে কর্মকর্তা গেস্খফতার

প্রকাশিত: ০৪:০৫, ১০ নভেম্বর ২০১৬

ঘুষ দিতে গিয়ে কর্মকর্তা গেস্খফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ একটি বেসরকারী হাসপাতালের পার্কিং প্ল্যান (ট্রাফিক) অনুমোদনের জন্য পুলিশকে ঘুষ দিতে গিয়ে বুধবার ওই হাসপাতালের জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতের নাম মিজবাউল হক মিন্টু (৩৬)। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার সরিসতলা গ্রামের মোঃ আব্দুল হাইয়ের ছেলে এবং ঢাকার শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা। পুলিশ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস সড়ক এলাকায় রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজের একটি শাখা স্থাপনের উদ্যোগ নেয় ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আহসান উল্লাহ মাস্টারের জন্মবার্ষিকী পালিত নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৯ নবেম্বর ॥ শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৬৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচী পালন করেন। বুধবার সকালে হায়দরাবা কবর জিয়ারত, পুষ্পর্ঘ্য অর্পণ, পবিত্র কুরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী থানা আওয়ামী লীগ সভাপতি মোঃ ফজলুল হক ও সাধারণ সম্পাদক রজ্জব আলী প্রমুখ। অপরদিকে টঙ্গী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ, থানা ছাত্রলীগের যৌথ উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক স্থানীয় কলেজ গেট এলাকায় শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার নিম্ন আদালতের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল প্রমুখ। অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। বুধবার বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নের কারপাশা ওয়ার্ডের সাবেক সদস্য হান্নান মেম্বারের বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফ্রিজ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত। চট্টগ্রাম বন্দর ৫ লুটেরার হাতে জিম্মি ॥ মহিউদ্দিন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর পাঁচ লুটেরা ও ডাকাতের হাতে জিম্মি হয়ে পড়েছে। এরা চট্টগ্রাম বন্দরকে মাফিয়া চক্রের ঘাঁটিতে পরিণত করেছে। বন্দরের প্রাণশক্তি শ্রমিক কর্মচারীদের তারা শোষণ করছে এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। বুধবার বন্দর এলাকায় আয়োজিত এক শ্রমিক সমাবেশে কথাগুলো বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে শ্রমিকবান্ধব পরিবেশ নেই। এমনকি নিরাপত্তাও নেই। এক কথায় চট্টগ্রাম বন্দর অরক্ষিত। এই অবস্থায় এক শ্রেণীর লুটেরার অনৈতিক দুর্বৃত্তায়ন চলছে। শ্রমিক নেতা আবদুল আহাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জহুর আহমদ, শ্রমিক নেতা ইস্কান্দর মিয়া, মীর নওশাদ, হাজী মোঃ নাছির, মনোয়ার আলী, মোঃ সোহেল, মোঃ নাছির প্রমুখ।
×