ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত আট

প্রকাশিত: ০৪:০৪, ১০ নভেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত আট

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় খুলনায় পথচারী, নীলফামারীতে ইপিআই কর্মসূচীর কর্মী, গাইবান্ধায় অজ্ঞাত, দিনাজপুরে দুই মোটরসাইকেলচালক, নেত্রকোনায় নারী ও লরির হেলপার এবং চুয়াডাঙ্গায় কারারক্ষী নিহত হয়েছেন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : খুলনা ॥ মহানগরীর দৌলতপুরে খুলনা-যশোর মহাসড়কে বুধবার দুপুর ১২টার দিকে তেলবাহী লরির ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম শুভাশীষ নাগ (২২)। সে নড়াইল জেলার গোবরা গ্রামের সত্যজিৎ নাগের ছেলে। বিএল কলেজের বিপরীত দিকে রাস্তা পার হওয়ার সময় লরিটি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নীলফামারী ॥ ডিমলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইপিআই কর্মসূচীর ভ্যাকসিন পরিবহনকারী উজ্জ্বল কুমার রায় (৪২) মারা গেছেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। নিহত উজ্জ্বলের বাড়ি ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামে। গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্থাপাড়া এলাকায় বুধবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে কোচ ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৩৮) যুবক নিহত এবং সাতজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত সবাই পিকআপভ্যানের যাত্রী। দিনাজপুর ॥ পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বুধবার দুই মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। কোতয়ালী থানা সূত্রে জানা যায়, বুধবার বেলা সোয়া ১১টায় সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কিষানবাজার সড়কে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেলচালক প্রদীপ কুমার রায় ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর ট্রাক্টরটি পালিয়ে যায়। বুধবার বিকেল ৪টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার উত্তর গোবিন্দপুরে বিআরটিসির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেলচালক জিল্লুর রহমান। নেত্রকোনা ॥ পূর্বধলা উপজেলায় মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের নোয়াশী গ্রামের শামীম হোসেনের স্ত্রী ফরিদা আক্তার পাখি (২০) ও জারিয়া ইউনিয়নের মানুষউড়া গ্রামের সিরাজ আলীর ছেলে রুবেল মিয়া (৩৪)। আহত শামীম হোসেনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে ফরিদা আক্তারকে নিয়ে তার স্বামী শামীম হোসেন মোটরসাইকেলে করে পূর্বধলার জামধলা গ্রামে যাচ্ছিলেন। ত্রিমোহিনী-জামধলা সড়কের মাকেন্ডায় রাস্তার মোড় ঘুরতে গেলে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই লরির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী ফরিদা ও লরির হেলপার রুবেল ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন চালক শামীম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় লোকজন লরির চালক মোসলেম উদ্দিন ও আরোহী আবুল হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে। চুয়াডাঙ্গা ॥ দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কারারক্ষী জি.এম সাইদুর রহমান নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে দামুড়হুদার পোড়াপাড়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ চালকসহ মাইক্রোবাসটিকে আটক করেছে । নিহত জি এম সাইদুর রহমান (৩৬) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ইবাতুল্লার ছেলে।
×