ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাদ্যবান্ধব কর্মসূচীতে অনিয়ম

মোহনপুরে চালের বদলে টাকা

প্রকাশিত: ০৪:০৩, ১০ নভেম্বর ২০১৬

মোহনপুরে চালের বদলে টাকা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোহনপুরে সরকারের খাদ্যবান্ধব চাল বিতরণ না করে কালোবাজারে বিক্রি করে দিয়েছেন এক ডিলার। এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের পর নিজেকে বাঁচাতে ওই ডিলার এখন চালের পরিবর্তে টাকা বিতরণ করেছেন। উপজেলার ধুরইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুরু থেকেই জেলার বিভিন্ন উপজেলায় চাল বিতরণে অভিযোগ উঠেছে। তবে অনিয়মের বেড়াজাল থেকে বেরুতে পারছে না মোহনপুরের ডিলাররা। চাল বিতরণ না করে গোপনে কালোবাজারে বিক্রির অভিযোগ উঠে শুরু থেকেই। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের। নড়েচড়ে উঠে প্রশাসন ও ডিলার। ডিলাররা নিজের গা বাঁচাতে ভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে চালের পরিবর্তে টাকা দেয়া শুরু করেছেন। জানা গেছে, ধুরইল ইউনিয়নের ডিলার মেসার্স এমএম ট্রেডার্সের স্বত্বাধিকারী মিজানুর রহমান ৬ থেকে সাড়ে ৭শ’ টাকা করে সুবিধাভোগীদের হাতে ধরিয়ে দিচ্ছেন। এ ইউনিয়নে ৮৮৭, ৯০৫, ৮৯০, ৮৭৫ নম্বর কার্ডপ্রাপ্তকে চালের পরিবর্তে টাকা দিয়েছেন তিনি। নগদ টাকা দিয়ে কার্ডে স্বাক্ষর করেও নিয়েছেন ওই ডিলার। তবে কেউ টাকা নিতে না চাইলে কার্ড বাতিলের হুমকিও দিচ্ছেন ডিলার ও তার লোকজন। একই উপজেলার বিভিন্ন ইউনিয়নে চাল বিতরণের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে। সরকার ১০ টাকা কেজি দরের চাল বিক্রি অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নির্দেশ দিলেও মোহনপুরের খাদ্য নিয়ন্ত্রকের অব্যস্থাপনা, সঠিক সময়ে ট্যাগ কর্মকর্তা নিয়োগে অনীহা, মনিটরিং এবং পরিদর্শনের অভাবে ডিলাররা তাদের ইচ্ছামতো চাল বিতরণ করছেন। চালের পরিবর্তে টাকা দেয়ার বিষয়ে ডিলার মিজানুর রহমানের কাছে যোগাযোগ করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে মোহনপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভীন জানান, চালের পরিবর্তে যদি কোন ডিলার ভোক্তাদের টাকা দেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কালকিনিতে ইউপি সদস্য অবরুদ্ধ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর থেকে জানান, কালকিনি উপজেলার আলীনগর এলাকায় ১০ টাকা দরের হতদরিদ্রদের চাল কালোবাজারে বিক্রিকালে শামচুল হক হাওলাদার নামের এক ইউপি সদস্যকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। পরে পুলিশ পরিস্থি নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলীনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শামচুল হক হাওলাদার রাতের আঁধারে হতদরিদ্রদের ৩০ কেজি চাল গোপনে ওই এলাকার রাসেল নামের এক যুবকের কাছে কালোবাজারে বিক্রি করে। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে ইউপি সদস্য শামচুল হক হাওলাদারকে হাতে-নাতে চালসহ অবরুদ্ধ করে রাখে। পরে কালকিনি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিনাজপুরে ৯৯১ সচ্ছলের নাম বাদ স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, ১০ টাকা কেজি চালের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে ৯৯১ জন সচ্ছল ব্যক্তির নাম। আর অনিয়মের আশ্রয় নেয়ায় বাতিল করা হয়েছে ২ জনের ডিলারশিপ। বুধবার নবাবগঞ্জ উপজেলার খাদ্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, হতদরিদ্রদের ১০ টাকা কেজি চালের তালিকায় ৯৯১ জন সচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়ায় যাচাই-বাছাইয়ের পর তাদের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। তিনি জানান, উপজেলার জয়পুর ইউনিয়নে ৫১ জন, বিনোদনগড়ে ১৪৭ জন, গোলাপগঞ্জে ৯৪ জন, শালখুরিয়ায় ৩৬ জন, পুঁটিমারায় ৩৬ জন, ভাদুরিয়ায় ১৯৫ জন, দাউদপুরে ৩২৫ জন, মাহমুদপুরে ৮১ জন ও কুশদহ ইউনিয়নে ২৬ জন সচ্ছল ব্যক্তির নাম বাদ দিয়ে ৯৯১ জন হতদরিদ্রের নাম তালিকাভুক্ত করা হয়েছে।
×