ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমি চোর নই’

প্রকাশিত: ০৩:৪৯, ১০ নভেম্বর ২০১৬

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমি চোর নই’

স্টাফ রিপোর্টার ॥ অনলাইন প্রচারের চরম উৎকর্ষতার যুগে জনপ্রিয় হয়ে উঠছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ভাল গল্প বা ভাল নির্মাণের কারণে মেধাবী তরুণরা এই চলচ্চিত্র নির্মাণে বিশেষভাবে আগ্রহী হয়ে উঠছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি এক মেধাবী ও সম্ভাবনাময় তরুণের পরিকল্পনায় নির্মিত হলো বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমি চোর নই’। চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছে তরুণ নির্মাতা রবিউল হাসান সোহেল। চলচ্চিত্রের সম্পাদনাও করেছেন পরিচালক নিজে। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফ্ফান মিতুল, নুসরাত জাহান লামিয়া, বৃষ্টি খান বীথি, বরিশালের বাদল, আতাউর রহমান ফয়সাল, বেলাল, প্রিন্স, মুরাদ, হাসানসহ আরও অনেকে। চলচ্চিত্রের জন্য কারিগরি সহযোগিতা দিয়েছে ঈশান মাল্টি মিডিয়া। আর এটি প্রযোজনা করেছেন মোঃ শাহাজাহান খলিফা। চলচ্চিত্রের গল্পে দেখা যাবে ছোট্ট মেয়ে লামিয়া ক্ষুধার যন্ত্রণায় অন্যের খাবারের দিকে তাকিয়ে থাকে। এই নিয়ে প্রতিবেশীরা লামিয়াকে খুব বকাবকি করে। লামিয়ার বাবা একজন চা বিক্রেতা। তাই দিয়েই কোন রকম সংসার চলে তাদের। সারাদিন যা উপার্জন করে তা থেকে মেয়ের জন্য পাঁচ দশ টাকা আলাদা করে রাখে। এক সময় এক কেজি মাংস কেনার মতো টাকা জমিয়ে লামিয়া এবং তার বাবা মাংস কিনতে বাজারে যায়। অনেক আনন্দের মধ্যে থাকে বাবা ও মেয়ে। ফলে মাংস নিয়ে ভুলক্রমে দোকানদারকে টাকা না দিয়ে চলে আসে লামিয়ার বাবা। দোকানদার লামিয়ার বাবাকে চোর মনে করে অনেক মারধর করে। লামিয়ার বাবা অনেক আকুতি মিনতি করে বলে আমি চোর নই। কিন্তু তার কথা কেউ শোনে না। মার খেয়ে আহত লামিয়ার বাবা ফিরে আসে নিজের ডেরায়। এভাবেই এগিয়ে যায় চলচ্চিত্রের গল্প।
×