ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাইম আর্টের ‘যেমন কর্ম তেমন ফল’

প্রকাশিত: ০৩:৪৯, ১০ নভেম্বর ২০১৬

মাইম আর্টের ‘যেমন কর্ম তেমন ফল’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সম্প্রতি মঞ্চায়ন হলো মাইম আর্টের দ্বিতীয় প্রযোজনা কমেডি মাইমোড্রামা ‘যেমন কর্ম তেমন ফল’। সোয়া এক ঘণ্টার এই প্রযোজনার গল্প রচনা ও নির্দেশনা দিয়েছেন মাইম আর্টপ্রধান নিথর মাহবুব। প্রযোজনার বিভিন্ন চরিত্রে রূপদান করেন টুটুল, শুভ, সুধাংশু, সবুজ, শ্যামল, রবি, রিপন। অভিনেতাদের হাস্যরসে পরিপূর্ণ নির্বাক অভিনয়ের মাধ্যমে এই প্রযোজনায় বৈচিত্র্যময় সমস্যাগুলোর বিচিত্র সমাধানের ইঙ্গিত দেয়া হয়েছে। হাস্যরসে ভরা শিক্ষণীয় মূকনাট্য ‘যেমন কর্ম তেমন ফল’ প্রযোজনার গল্পে তুলে ধরা হয়েছে সভ্যতার বিবর্তনে অনৈতিক পরিবেশে বিবেক বিবর্জিত মানুষের ভুল ত্রুটিগুলো কি ফল বয়ে আনে তারই বাস্তবচিত্র। এই পৃথিবী যেমন বৈচিত্র্যময় তেমনি বৈচিত্র্যময় মানব সৃষ্ট অপরাধগুলোও। নিথর মাহবুব বলেন, শিল্পকলায় হল পাওয়ার সুযোগ কম এবং নাটকের উৎসগুলোতেও মাইম প্রযোজনা প্রদর্শনীর সুযোগ তেমন একটা নেই। তাই শিল্পকলার মিলনায়তনে এ যাবত আমরা ‘যেমন কর্ম তেমন ফল’ প্রযোজনাটির মাত্র কয়েকটি প্রদর্শনী করতে পেরেছি। কিন্তু কমেডি প্রযোজনা বলে এটি এতটাই সাড়া জাগিয়েছে যে, দুই বছরে এর ৩০টির মতো মঞ্চায়ন হয়েছে। বিভিন্ন জায়গায় আমন্ত্রণ পেয়ে আমরা এর শো করছি। কথা না বলেও যে কত সহজ ও সাবলীলভাবে গল্প বলা যায় এবং মানুষকে হাসি-কান্নার জোয়ারে ভাসিয়ে দেয়া যায় তার উদাহরণ ‘যেমন কর্ম তেমন ফল’। ভবিষ্যতে প্রযোজনাটি দেখার জন্য সবার প্রতি অনুরোধ রইল। প্রসঙ্গত, মূকাভিনয় শিল্পকে দেশের দরবারে সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত করার প্রয়াসে ২০০৮ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘মাইম আর্ট’। মাইম আর্ট সবসময় সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে চলেছে। মাইম আর্টের প্রথম প্রযোজনা ‘লাইফ ইজ বিউটিফুল’। যাতে এক তরুণ যুবকের সমাজে প্রতিষ্ঠিত হতে গিয়ে ব্যর্থতার চূড়ান্ত পর্বে আত্মহত্যার পথ বেছে নেয়। বেকার এবং হতাশাগ্রস্ত তরুণদের সাহস ও শক্তি যোগানোর মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চিত্র তুলে ধরা হয়েছে। ‘লাইফ ইজ বিউটিফুল’ সমাজ সচেতনতামূলক একক মূকাভিনয়। দলের দ্বিতীয় প্রযোজনা ‘যেমন কর্ম তেমন ফল’ এবং সমকালীন রাজনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে তরি তৃতীয় প্রযোজনা ‘ইউ-টার্ন’।
×