ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশিরের তৃতীয় চলচ্চিত্র ‘ভালবাসাপুর’

প্রকাশিত: ০৩:৪৮, ১০ নভেম্বর ২০১৬

শিশিরের তৃতীয় চলচ্চিত্র ‘ভালবাসাপুর’

স্টাফ রিপোর্টার ॥ রুপালি পর্দায় অভিষেকের রেশ কাটতে না কাটতেই তৃতীয় চলচ্চিত্রের মুক্তির স্বাদ নিতে যাচ্ছেন মডেল অভিনেতা শিশির আহমেদ। আগামীকাল শুক্রবার সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে শিশির অভিনীত তৃতীয় চলচ্চিত্র ‘ভালবাসাপুর’। এখলাস আবেদীন পরিচালিত এই চলচ্চিত্রটি ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে। মঞ্চ দিয়ে অভিনয়ে হাতে খড়ি হলেও ইতোমধ্যে ছোটপর্দায় নাটক ও বিজ্ঞাপন দিয়ে নিজের একটা ভাল অবস্থান তৈরি করেছেন তিনি। গত ১ জানুয়ারি বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘মাটির পরী’ দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে শিশিরের। ১১ মার্চ মুক্তি পায় দ্বিতীয় চলচ্চিত্র ‘গু-ামি’। দুটিই চলচ্চিত্র পরিচালনা করেছেন সায়মন তারিক। দুই চলচ্চিত্রের ব্যাপক সফলতার পর এবার তৃতীয় চলচ্চিত্রের মুক্তি নিয়ে উচ্ছ্বাসিত শিশির আহমদে বলেন, পরপর নিজের অভিনীত চলচ্চিত্রগুলো সিরিয়াল অনুযায়ী মুক্তি পাওয়া, এটা যে কোন শিল্পীর জন্য সৌভাগের বিষয়। কৃতজ্ঞতাচিত্রে স্মরণ করছি পরিচালক সায়মন তারিক স্যার ও নদী ভাবির কাছে। তাদের কল্যাণেই আমার স্বপ্ন পূরণ হচ্ছে। সবার কাছে অনুরোধ থাকবে তৃতীয় চলচ্চিত্র ‘ভালবাসাপুর’ হলে গিয়ে দেখার জন্য। এতে আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন দর্শকরা। জ্যাকফ্রুট মাল্টিমিডিয়া প্রযোজিত ও পরিবেশিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন নবাগত মনিরাজ, আরনা (প্রিয়ংকা), আশফাক, রেবেকা, সাদেক বাচ্চু, রেহেনা জলি, সুব্রত, আমীর সিরাজী, জ্যাকি, দুলারী, ববি, সাইফুল ইসলাম প্রমুখ। ত্রিভূজ প্রেমের এ চলচ্চিত্রের কাহিনী চিত্রনাট্য করেছেন পরিচালক এখলাস আবেদীন। চিত্রগ্রহণ এমএইচ স্বপন, সঙ্গীত আহম্মেদ কিসলু। মুক্তির মিছিলে আছে শিশির আহমেদ অভিনীত শফিউল আযমের ‘উদীয়মান সূর্য’ ও মিজানুর রহমান মিজানের ‘লাভ অব এঞ্জেল’। খুব অল্প সময়ের মধ্যে চলচ্চিত্রগুলো মুক্তি পাবে বলে প্রত্যাশা করছেন শিশির আহমেদ। শূটিং শুরুর তালিকায় আছে আরও কয়েকটি চলচ্চিত্র। এদিকে বিভিন্ন চ্যানেলে শিশির অভিনীত পাঁচটি ধারাবাহিক প্রচার হচ্ছে। এছাড়া সবকটি চ্যানেলে এরফান চিনিগুড়া চাল, সিওর ক্যাশ ও মোনামী মার্কার বিজ্ঞাপন তিনটি প্রচার হচ্ছে। শখের বশে শুরুটা হলেও এবার বড়পর্দার নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন এ অভিনেতা।
×