ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্প শিবিরে উল্লাস ॥ কান্নায় ভেঙ্গে পড়লেন হিলারি সমর্থকরা

প্রকাশিত: ০৩:৪৭, ১০ নভেম্বর ২০১৬

ট্রাম্প শিবিরে উল্লাস ॥ কান্নায় ভেঙ্গে পড়লেন হিলারি সমর্থকরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর স্বাভাবিকভাবেই ট্রাম্প শিবিরে চলছে উল্লাস। তার বিপরীত চিত্র ফুটে উঠেছে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের শিবিরে। খবর বিবিসির। মার্কিন নির্বাচনের এ ফলাফলকে স্মরণকালের সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়ের ঘটনা বলে অভিহিত করেছেন বিবিসির সংবাদ উপস্থাপক কেটি কে। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি যার রাজনীতিতে কোন পূর্বাভিজ্ঞতা নেই। যিনি কখনও কোন ধরনের নির্বাচনে জয়ী হয়ে কোন দায়িত্ব পালন করেননি, তিনিই প্রতিষ্ঠিত রীতিকে পাল্টে দিলেন, নির্বাচনী জরিপকে ব্যর্থ প্রমাণ করেছেন। জরিপের বেশিরভাগেই হিলারি এগিয়ে ছিলেন। হিলারি ক্লিনটনের সমর্থকরা নিউইয়র্কের সম্মেলন কেন্দ্রে জয় উদযাপনের লক্ষ্যেই জড়ো হয়েছিলেন। কিন্তু ফ্লোরিডা ও ওহাইওর মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে নির্বাচনী জরিপের পূর্বানুমান ব্যর্থ করে দিয়ে ফল ট্রাম্পের পক্ষে যাওয়া শুরু হলে ক্রমান্বয়ে কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে আশঙ্কা পরবর্তী সময়ে তা হতাশার কান্নায় রূপ নেয়। হিলারির নির্বাচনী সদর দফতরে জড়ো হওয়া কর্মী-সমর্থকরা মঙ্গলবারও ‘বিশাল বিজয়’ নিয়েই কথা বলেছিলেন। অথচ কয়েক ঘণ্টার ব্যবধানেই তাদের সেই আলাপ-আলোচনা ভুল প্রমাণিত হয়েছে। বিশাল পর্দায় নির্বাচনী ফলাফল যত এগিয়েছে, ততই হিলারির সমর্থকরা কান্নায় ভেঙ্গে পড়েছেন। আর এক সময় পাথরের মতো অভিব্যক্তিহীন হয়ে যায় তাদের চোখ মুখ। কাউকে ভোট দেননি জর্জ বুশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দেশটির এবারের নির্বাচনে তার নিজ দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন- এদের কাউকে ভোট দেননি। মঙ্গলবার বুশের এক সহকারী একথা জানান। খবর এএফপি’র। বুশ আগেই এবারের নির্বাচনে কাউকে ভোট না দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তার ছোট ভাই ফ্লোরিডার সাবেক গবর্নর জেব বুশ ২০১৬ সালে রিপাবলিকান দলের প্রাইমারিতে পরাজিত হওয়ার পর তিনি এমন ইঙ্গিত দেন। বুশের ব্যক্তিগত সহকারী ফ্রেডি ফোর্ড এএফপিকে বলেন, বুশ যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থীকে ভোট দেননি। বুশ পরিবার এবারের প্রেসিডেন্ট নির্বাচনকে তেমন গুরুত্ব দিয়েও দেখেনি। তবে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ, ডব্লিউ, বুশ একান্তে বন্ধুদের কাছে বারবার বলেছিলেন, তিনি ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দেবেন।
×