ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পত্রিকায় প্রেমিকার বিরুদ্ধে কটূক্তির কড়া সমালোচনা প্রিন্স হ্যারির

প্রকাশিত: ০৩:৪৬, ১০ নভেম্বর ২০১৬

পত্রিকায় প্রেমিকার বিরুদ্ধে কটূক্তির কড়া সমালোচনা প্রিন্স হ্যারির

ব্রিটেনের রানী এলিজাবেথের নাতি প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি অবশেষে মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু এ নিয়ে যেভাবে সংবাদমাধ্যমে রিপোর্ট বের হচ্ছে, তার কড়া সমালোচনাও করেছেন তিনি। কেনসিংটন প্যালেস এক বিবৃতিতে বলেছে, এই জুটির মধ্যে কয়েক মাসের সম্পর্ক চলছে। প্রিন্স হ্যারির প্রেমিকা মেগানকে নিয়ে সংবাদপত্র কটূক্তি ও হয়রানি করছে। কিন্তু মেগানকে নিয়ে সংবাদমাধ্যমের এই আচরণ ঠিক নয়। প্রিন্স এ বিষয়গুলোকে কল্পকাহিনী বলে তেমন গুরুত্ব দেননি। তবে গত সপ্তাহে তা সীমা অতিক্রম করেছে। মার্কিন টিভি সিরিজ স্যুইটসে র‌্যাচেল জেনের নাম ভূমিকার অভিনয় করে পরিচিতি পান মেগান। সাম্প্রতিক দিনগুলোতে তাকে নিয়ে পত্রিকার প্রথম পাতায় রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। এদিকে ‘নজিরবিহীন’ কঠোর ভাষায় লেখা এই বিবৃতিতে প্রিন্স হ্যারি বলেছেন, যে সব নিবন্ধ পত্রপত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়েছে এবং এ নিয়ে এমন সব মন্তব্য করা হয়েছে, যাতে বর্ণবাদী মানসিকতার প্রকাশ ঘটেছে। মেগানের মা একজন কৃষ্ণাঙ্গ। হ্যারির যোগাযোগ বিষয়ক সেক্রেটারি এই বিবৃতি প্রকাশ করেছেন। হ্যারি তার বিবৃতিতে মেগানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এসব লেখালেখি সীমা ছাড়িয়ে গেছে এবং তিনি এর হাত থেকে মেগানকে রক্ষা করতে না পেরে মর্মাহত। ৩২ বছর বয়সী হ্যারি স্ব^ীকার করেছেন যে, গত কয়েক মাস ধরে ৩৫ বছর বয়সী মেগানের সঙ্গে তার সম্পর্ক চলছে। এরপর থেকেই মেগানের পরিবারের লোকেরা ফটোগ্রাফার ও রিপোর্টারদের সামলাতে হিমশিম খাচ্ছেন। -বিবিসি বিরাট ধাক্কা খেল জার্মানি, মার্কিন নীতি বদলাবে না ॥ আশা দ. কোরিয়ার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে বিভিন্ন দেশের রাজনীতিবিদদের কাছ থেকে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী উরসুলা ভন দের লেয়ান জার্মান টেলিভিশনে এক বিবৃতিতে ট্রাম্পের বিজয়ে ‘বিরাট ধাক্কা’ খাওয়ার কথা জানিয়েছেন। এআরডি টেলিভিশনে উরসুলা বলেন, আমার ধারণা ট্রাম্প জানে এ ভোট তার নয়। এ ভোট ওয়াশিংটন ও প্রতিষ্ঠানের বিপক্ষে মার্কিনীদের রায়। ট্রাম্প জিতলেও উত্তর কোরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি বদলাবে না এবং সেখানে চাপ অব্যাহত রাখবেন বলে মনে করেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইয়ুন বুয়াং-সে। পার্লামেন্ট সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী এক বৈঠকের মাঝে বুয়াং-সে বুধবার এ মন্তব্য করেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। -ইয়াহু নিউজ
×