ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আব্দুল আজিজ

স্বয়ং মৃত্যুদূত!

প্রকাশিত: ০৩:৪২, ১০ নভেম্বর ২০১৬

স্বয়ং মৃত্যুদূত!

আমাদের দেশে প্রতিদিন কোন না কোন স্থানে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। অনাকাক্সিক্ষত এই দুর্ঘটনার জন্য দায়ী কে? সাধারণত এই প্রশ্ন সবার মনে আসতে পারে। আমরা কি জানি কতজন চালকের ড্রাইভিং লাইসেন্স আছে, কে বিজ্ঞ আর কে অভিজ্ঞ? জানি না। অজান্তে আমরা বিভিন্ন যানবাহনে চড়ি গন্তব্যে যাওয়ার জন্য। কিন্তু যাত্রাপথে বেপরোয়া ঘাতক চালকের জন্য এভাবে মানুষ মারা যায়। চালক আছে যারা বয়সে ছোট বাস কিংবা ট্রাক চালিয়ে থাকে। অনেকে নেশাগ্রস্ত হয়ে মোবাইলে কথা বলতে বলতে মহাসড়কে গাড়ি চালায়। চালকের ভুলের জন্য ঝরে যাচ্ছে প্রাণ। প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো একটি ভুল কাজ, অধিকাংশ চালকই এই কাজটি করে থাকে। সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতামূলক বার্তা প্রচার করতে হবে। সুস্থ মানসিক চালক দিয়ে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চালনা করাতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো নিষিদ্ধ করতে হবে এবং ভুয়া ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে হবে। এতে কমে আসবে সড়ক দুর্ঘটনা। এই বেপরোয়া ঘাতক চালকদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। আজাইপুর, বটতলা হাট, চাঁপাইনবাবগঞ্জ থেকে
×