ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে কোকেন ও হেরোইনের মামলায় ভারতীয়সহ দুজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:১৮, ৯ নভেম্বর ২০১৬

যশোরে কোকেন ও  হেরোইনের মামলায় ভারতীয়সহ দুজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে কোকেন ও হেরোইনের আলাদা মামলায় ভারতীয় নাগরিকসহ দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও অর্থদ- দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হল ভারতের তামিলনাড়ুর ৬৭২৬ সাউথ স্ট্রিট ত-ি রামনাথ এলাকার বারোক আলীর ছেলে সাউল হামিদ ও যশোরের শার্শার শ্যামলাগাছি গ্রামের খাইরুল ইসলামের ছেলে আইজুল ইসলাম ওরফে আজিজুল বিশ্বাস। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম ও দ্বিতীয় আদালতের বিচারক মঞ্জুরুল ঈমাম ও মোহাম্মদ সামছুল হক আলাদা রায়ে এ সাজা দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, ২০১০ সালের ৭ জানুয়ারি দুপুরে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঝিকরগাছা থানা পুলিশ যশোর-বেনাপোল সড়কের হাজেরআলী এলাকায় মহসিনের ইটভাঁটির পাশে চেকপোস্ট বসায়। দুপুর ২টার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশির জন্য থামানো হয়। বাস তল্লাশিকালে ভারতীয় নাগরিক সাউদ হামিদের পায়ের কাছে রাখা একটি ব্যাগ থেকে দেড় কেজি কোকেন ও তার ব্রিফকেসের মধ্যে বিশেষ কায়দায় রাখা আরেক কেজি কোকেন উদ্ধার করা হয়। এ ব্যাপারে ঝিকরগাছা থানার এএসআই মোরসালিন বাদী হয়ে মাদকদ্রব্য (কোকেন) আইনে একটি মামলা করেন।
×